চীনের গ্রেট ওয়াল কোথায়-উত্তরে দিশেহারা তরুণী!
প্রকাশ | ২১ আগস্ট ২০১৮, ১৩:৩৭
প্রশ্নের মধ্যে লুকিয়ে থাকা উত্তর খুঁজতে রীতিমত ঘাম ঝরেছে এক তুর্কি তরুণীর।
সম্প্রতি তুরস্কের টিভি চ্যানেলে প্রচারিত ‘কে হবেন কোটিপতি’ নামে একটি রিয়েলিটি শোতে প্রতিযোগী হিসেবে উপস্থিত হন সু আইহান নামের ২৬ বছরের তরুণী। তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে এগিয়ে যান পরের ধাপে।
এবার চতুর্থ প্রশ্নেই আটকে গেলেন তুরস্কের ওই তরুণী। চতুর্থ প্রশ্নে তার কাছে জানতে চাওয়া হয়েছে‘চীনের গ্রেট ওয়াল কোথায় অবস্থিত?’। এ প্রশ্নের উত্তরের জন্য তাকে অপশন দেওয়া হয়েছিল, চীন, ভারত, দক্ষিণ কোরিয়া ও জাপান। প্রশ্নের মধ্যে লুকিয়ে থাকা উত্তর খুঁজে তো পাননি, রীতিমত নার্ভাস হয়ে যান আইহান। একই প্রশ্ন সঞ্চালক দর্শকদের উদ্দেশে ছুঁড়ে দিলে সেখানেও হতাশ হতে হয় সঞ্চালককে। দর্শকদের মধ্যে ৫১ শতাংশ দিয়েছেন সঠিক উত্তর।
মিশ্র প্রতিক্রিয়ায় ঘাম ঝড়া আইয়ান খেলার অপশন হিসেবে কল দেন বন্ধুকে। ঝটপট উত্তর দিয়ে তিনি বিব্রতকর পরিস্থিতি থেকে বাঁচান আইহানকে। শো এর ঐ পর্ব থেকে মিডিয়াতে শুরু হয় তুমুল আলোচনা সমালোচনা। অনেকেই তুরস্কের শিক্ষা মাধ্যম এজন্য দায়ী করেন।