একই ফ্লাইটে মেয়ে পাইলট, কেবিন ক্রু মা
প্রকাশ | ০৩ আগস্ট ২০১৮, ১৭:৩৩ | আপডেট: ০৩ আগস্ট ২০১৮, ১৭:৪৭

একই বিমানে মেয়ে হলেন পাইলট আর মা বিমান ক্রু। অভুতপূর্ব এ দৃশ্য দেখা গিয়েছে ভারতের এয়ার ইন্ডিয়ার মুম্বাই থেকে বেঙ্গালুরুর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি ফ্লাইটে। সেই সৌভাগ্যবান মা হলেন পুজা চিনচঙ্কর আর মেয়ে অশৃতা।
মায়ের ইচ্ছে ছিল বিমান ক্রু পদ থেকে অবসরের আগে চালকের আসনে যেনো তার মেয়েকে দেখতে পান। সেই ইচ্ছেটাই পূরণ করলেন মেয়ে অশৃতা।
টুইটারে অশৃতার দেয়া এক বার্তা থেকে জানা যায়, ৩৮ বছর সুনামের সঙ্গে কাজ করার পর মা অবসর নিচ্ছেন। এই মুহূর্তটাকে স্মরণীয় করে রাখতেই এই কাজটা করা হলো। আমি ভীষণ আনন্দিত। মা যেভাবে কাজ করে গেছেন আমিও সেই ধারাবাহিকতা বজায় রাখতে চাই। সেসময়ের বেশ কিছু চবিও তিনি আপলোড করেছেন। ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে গর্বিত মা ও আনন্দিত মেয়ের ছবি। প্রশংসিত হয়েছে সব শ্রেণির মানুষের কাছে।
এ বিষয়ে বিবিসিকে দেয়া এক সাক্ষাতকারে মেয়ে অশৃতা জানান, আমি একই সঙ্গে খুশি এবং আপ্লুত। অবসরের পর মা কী করবে জানা নেই তার। তবে আপাতত মাস দুয়েকের জন্য ঘুরতে বের হবেন তার মা।
সূত্র: এনডিটিভি