১০৫ বছর বয়সেও ব্লগিং করছেন ডাগনি!

প্রকাশ : ১৮ জুলাই ২০১৮, ১৩:২০

জাগরণীয়া ডেস্ক

সুইডেনের একজন নামকরা ব্লগার ডাগনি কার্লসন, বয়স ১০৫ বছর। আর এ বয়সেও নিয়মিত ব্লগ লিখে যাচ্ছেন তিনি।

তার নিজের ডিজিটাল ডাইরি লেখেন ডাগনি৷ নাম দিয়েছেন- ‘ব্লগা মেট মে’, বাংলায় দাঁড়ায়, ‘আমার সঙ্গে ব্লগ করো’৷  আমার চিরকালই লেখক হবার ইচ্ছে ছিল, বিশেষ করে যখন ছোট ছিলাম৷ কিন্তু দুনিয়ায় এতো ভালো বই আছে যে, তার সঙ্গে আমার একটা খারাপ লেখা যোগ করা আমার কাছে অর্থহীন বলে মনে হয়৷ ব্লগ লেখার সময় কোনো নির্দিষ্ট বিষয়বস্তুর দরকার নেই – যা প্রাণ চায়, তাই লিখতে পারি৷ মজা করে বলেন, আমার ১০৫ বছর বয়স না হলে সেদিকে কেউ তাকাতো না৷

নিজের শততম জন্মদিনে আত্মীয়স্বজনদের কাছে থেকে একটি পার্সোনাল কম্পিউটার উপহার পেয়েছিলেন সুইডেনের ডাগনি কার্লসন৷ সেই থেকে তার কম্পিউটারের হাতেখড়ি।  তিনি বলেন, লোকে বলে, ৯০ পার হলে নাকি আর কম্পিউটার কেনার কোনো অর্থ হয় না। অথচ কম্পিউটার আমার অভ্যেস হয়ে দাঁড়িয়েছে৷ কম্পিউটার থাকায় আমার বান্ধবীদের সঙ্গে আলাপ করতে পারি।ডাকটিকিটের দরকার পর্যন্ত পড়ে না৷ খবর পড়তে পারি৷ কম্পিউটার আমার খুব ভালো লাগে৷

সকালে ঘুম থেকে ওঠার পর কফি আর খবরের কাগজ ছাড়া ডাগনি কার্লসনের চলে না৷ ওটা হল তার রোজকার রুটিন৷ তবু তার জীবনীশক্তি বা জানবার ইচ্ছায় কিছুমাত্র ভাটা পড়েনি৷ তিনি বলেন, আমার জীবনটা আজ, এখানে৷ আমি আগামীকালের কথা, কাল যে আমার মরণ হতে পারে, সেকথা ভাবি না৷ মৃত্যু তো আসবেই৷

তিনি বলেন, একদিন যদি আমার ব্লগ না লিখি, তো সকলে সঙ্গে সঙ্গে ভাবে আমি মারা গেছি৷ ব্লগিং জগতে তার ফ্যানদের সংখ্যাও অগুনতি৷ তিনি বলেন, ন'বছর বয়সের ছেলেমেয়েরা কমেন্ট লেখে, তুমি সত্যিই ‘কুল’৷ আমার খুব গর্ব হয়৷ তবে যে সব প্রবীণ-প্রবীণা ইন্টারনেটে সক্রিয়, তাদের সম্পর্কে যে বিরূপ মনোভাবও রয়েছে, সেটা তার অজ্ঞাত নয়৷ ডাগনি বলেন, বুদ্ধিমান বুড়োমানুষও যে থাকতে পারে, সেটা অধিকাংশ মানুষ বিশ্বাস করে না৷

সুইডেনের প্রবীণদের পক্ষে আদর্শ হয়েছে ডাগনির ব্লগ৷ বিভিন্ন অনুষ্ঠানে তাকে সম্মান জানানো হচ্ছে৷ লুন্ড বিশ্ববিদ্যালয়ে বার্ধক্যবিদ্যা সমিতির একটি পুরস্কারে ভূষিত হতে চলেছেন ডাগনি।

সূত্র: ডিডব্লিউ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত