যে বিমানে উঠতে কোমরের মাপ লাগবে!
প্রকাশ | ০৩ এপ্রিল ২০১৮, ০২:০৪
একটি বিশেষ এয়ারলায়েন্সের বিজনেস ক্লাসে ভ্রমন করতে যাত্রীদের কোমরের মাপ লাগবে! এমনই এক অদ্ভুত তথ্য জানিয়েছে থাই এয়ারওয়েজ ইন্টারন্যাশনাল। খবর ইন্ডিপেনডেন্ট এর।
জানা গেছে, ঐ এয়ারলায়েন্সের বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার ফ্লিটের বিজনেস ক্লাসে আসন গ্রহণ করতে যাত্রীর কোমরের মাপ অবশ্যই ৫৬ ইঞ্চির কম হতে হবে। যাত্রী নিরাপত্তার কারণেই এ নির্দেশনা বলে জানিয়েছে কর্তৃপক্ষ। যাত্রী নিরাপত্তায় প্রিমিয়াম কেবিনে সেফটি বেল্টের সঙ্গে এয়ারব্যাগ সংযুক্ত করা হয়েছে। এয়ারব্যাগ প্রস্তুতকারী অ্যারাইজোনার ‘এমসেফ’ জানায়, সেফটি বেল্টের সঙ্গে এয়ারব্যাগ সংযুক্তির নতুন পদ্ধতিটি স্বয়ংসম্পূর্ণ। প্লেন দুর্ঘটনার সময় যাত্রীরা যেনো মাথায় আঘাত না পান সেই সুরক্ষার জন্যই এটি তৈরি করা হয়েছে। তবে, যাদের কোমরের মাপ ৫৬ ইঞ্চির বেশি তারা নতুন এ পদ্ধতির সঙ্গে মানিয়ে নিতে পারবেন না।
উল্লেখ্য, সাধারণত প্লেন ভ্রমণে মোটা যাত্রীরা অতিরিক্ত বেল্ট পেয়ে থাকেন।