ডেনমার্কের আকাশে উড়ন্ত ‘ব্ল্যাক সান’
প্রকাশ | ০১ নভেম্বর ২০১৭, ০০:০৯
দক্ষিণ ডেনমার্কের আকাশে উড়ল কালো সূর্য। ‘ব্ল্যাক সান’ বা কালো সূর্য হচ্ছে ডেনমার্কের দক্ষিণাঞ্চলে মার্শল্যান্ডের অসাধারণ এক ঝাক পাখির উড়ন্ত কারুকার্য। যেটিকে ডেনিশরা সর্ট সলও বলে থাকেন। এ ব্ল্যাক সান কিন্তু হরহামেশাই দেখা যায় না। খুব কদাচিৎ এ ঘটনা ঘটে।
সম্প্রতি দেখা মিলেছে সেই ব্ল্যাক সানের। যার জন্য স্পেনের অভিযাত্রী হোরাসিও লোরেন্স দীর্ঘ দিন প্রতীক্ষায় ছিলেন।
তার স্বপ্ন পূরণ হয়েছে। তিনি ব্ল্যাক সানের সঙ্গে উড়াউড়িও করেছেন। মার্শল্যান্ডের আকাশে তিনি খুঁজে পেলেন এ ব্ল্যাক সান বা কালো সূর্যকে। একটা প্যারাস্যুট নিয়ে ওই পাখিদের মাঝে উড়েছেন তিনি। হোরাশিও প্যারাস্যুটের সহায়তায় ওদের মতোই ওড়ার চেষ্টা করছিলেন। ওরা যেদিকে যায়, তিনিও সেই দিকেই যাওয়ার চেষ্টা করছিলেন।
কিন্তু তাল মেলানো কি আর সহজ। তারপরও চেষ্টা চালিয়ে গেছেন। তিনি মূলত একজন অ্যারোবেটিক প্যারাগ্লাইডার। এ খেলায় বিশ্ব চ্যাম্পিয়ন তিনি। ওদের মতো উড়তে না পারলেও কমও করেননি।
ব্ল্যাক সান মূলত একযোগে এদিক থেকে অন্যদিকে যায়, সেই সঙ্গে বদলাতে থাকে ঝাঁকের চেহারা। একেক সময় একেক আকৃতি নেয় ওগুলো। ব্ল্যাক সান স্টার্লিং ওরা। ওরা একেকটি ঢংয়ে ওড়ে, আর এক একটি শিল্পকর্মের সৃষ্টি হয়।
জানা গেছে, প্রতি দুই বছরে একবার কালো সূর্যের দেখা মেলে। একটি ঝাঁকে ১০ লাখের মতো পাখি উড়তে থাকে।