ভূমধ্যসাগরে ১০ অভিবাসী নারীর মৃত্যু

প্রকাশ : ৩০ জুন ২০১৬, ২৩:০২

জাগরণীয়া ডেস্ক

ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে একটি রাবার বোট উল্টে ১০ নারী অভিবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় দু’টি পৃথক অভিযানে শতাধিক অভিবাসীকে উদ্ধার করেছে ইতালীয় কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (৩০ জুন) এই ঘটনা ঘটে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়।

ইতালীয় কোস্ট গার্ডের মুখপাত্র ক্যাপ্টেন কসিমো নিক্যাস্ট্র জানান, তাদের কোস্ট গার্ডের জাহাজটি ওই রাবার বোটসহ একই এলাকার অপর আরও একটি রাবার বোট থেকে ১০৭ জন অভিবাসীকে উদ্ধার করেছে। অতিরিক্ত ভারে রাবার বোটে পানি উঠে ডুবতে শুরু করে। এ সময় বোটে লোকজনের মধ্যে হুড়োহুড়ি শুরু হলে দম বন্ধ হয়ে অথবা বোটটি উল্টে তাদের মৃত্যু হয়।

পরে কোস্ট গার্ডের সদস্যরা রাবার বোট থেকে ওই ১০ নারী অভিবাসীর মরদেহ উদ্ধার করে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত