গুয়াতেমালায় পাহাড় ধসে নিহত ১১

প্রকাশ : ২১ জুন ২০১৭, ১৬:৫০

জাগরণীয়া ডেস্ক

গুয়াতেমালার পশ্চিমাঞ্চলীয় এলাকায় ভারি বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসে ১১ জন নিহত হয়েছে। তবে এঘটনায় কতজন নিখোঁজ রয়েছে তা জানাতে পারেননি দেশটির কর্তৃপক্ষ।

দেশটির জরুরি বিভাগগুলো জানিয়েছে, ১৯ জুন (মঙ্গলবার) ভোররাতের এ ঘটনায় একটি মহাসড়কের দুটি বাস ধসে পড়া মাটির নিচে চাপা পড়েছে। পাশপাশি কাদার স্রোতে বেশ কয়েকটি বাড়িও ভেসে গেছে।

এক বিবৃতিতে দেশটির জাতীয় দুর্যোগ কেন্দ্র জানিয়েছে, সান পেদ্রো সোলোমা শহরে একটি পাহাড়ের একপাশ ধসে পড়ে বাস দুটিকে চাপা দেয়। এতে বাস দুটির দশ যাত্রী নিহত ও নয় জন আহত হয়।

অপরদিকে, কাদার স্রোতে ভেসে যাওয়ার একটি বাড়ির এক বাসিন্দাও নিহত হয়েছে। এসব ঘটনায় মোট কতোজন নিখোঁজ রয়েছেন কর্তৃপক্ষ তা নির্ধারণ করার চেষ্টা করছে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত