‘বিশ্বজুড়ে বাস্তুচ্যুত লোকের সংখ্যা সাড়ে ৬ কোটি’

প্রকাশ : ১৯ জুন ২০১৭, ১৮:৪৬

জাগরণীয়া ডেস্ক

বিশ্বজুড়ে দিন দিন বেড়েই চলেছে গৃহযুদ্ধ, সহিংসতা আর উৎপীড়ন। তারই ফল হিসেবে গত এক বছরে ছয় কোটি ৫৬ লাখ লোক বাস্তুচ্যুত হয়েছে।

১৯ জুন (সোমবার) এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা।

এ পরিসংখ্যানে বলা হয়েছে, ‘সিরিয়া ও দক্ষিণ সুদানের মতো দেশগুলোতে ভয়াবহ গৃহযুদ্ধ, সহিংসতা ও উৎপীড়নের কারণে ২০১৬ সালের শেষ দিকে ছয় কোটি ৫৬ লাখ মানুষ নিজেদের বাস্তুভিটা ছেড়ে যেতে বাধ্য হয়েছে।

এ ব্যাপারে জাতিসংঘের শরণার্থী শাখার হাই কমিশনার ফিলিপো গ্রান্ডি বলে, এ পরিসংখ্যান আন্তর্জাতিক কূটনীতির একটি হতাশাজনক ব্যর্থতাকেই প্রমাণ করে। বিশ্বে শান্তি প্রতিস্থাপনে ব্যর্থ হয়েছে তারা।

বার্ষিক এ প্রতিবেদন অনুযায়ী, গত বছর ২০১৫ সালের তুলনায় বাস্তুহীনদের এই সংখ্যা তিন লাখ বৃদ্ধি পেয়েছে। তবে বাস্তুহীন বৃদ্ধির এ সংখ্যা ২০১৪-২০১৫ সালের চেয়ে কম।

সূত্র: বিবিসি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত