ইরানের নারীদের ‘সাদা বুধবার’ প্রতিবাদ

প্রকাশ : ১৪ জুন ২০১৭, ১৯:০৩

জাগরণীয়া ডেস্ক

নারীদের জন্য মাথায় স্কার্ফ পরা বাধ্যতামূলক এমন একটি আইনের প্রতিবাদে ইরানে সামাজিক যোগাযোগমাধ্যমগুলিতে উঠেছে প্রতিবাদের ঝড়।

প্রতিবাদের অংশ হিসেবে বুধবার সাদা কাপড় বা সাদা রঙের স্কার্ফ পরিধান করে ইরানের সাধারন নারীরা সোশ্যাল মিডিয়াতে তাদের ছবি পোষ্ট করছেন।

‘হোয়াইট ওয়েনেস ডে’ বা সাদা বুধবার হ্যাশট্যাগ দিয়ে ইরানের নারীদেরকে এ বিশেষ ছবিগুলো পোষ্ট করতে দেখা গেছে।

প্রতিবাদের এই অভিনব ভাবনাটি এসেছে মোসিন আলিনেজাদের মাথা থেকে। আলিনেজাদ ‘মাই স্টেলদি ফ্রিডম’ নামে একটি অনলাইন আন্দোলনের প্রতিষ্ঠাতা।

১৯৭৯ সালের আগে ইরানের নারীদেরকে পশ্চিমা ধাঁচের পোশাক পরতে দেখা যেত, কিন্তু আয়াতুল্লাহ খোমেনি ক্ষমতায় আসার পর সবকিছুই পাল্টে যেতে থাকে।
নারীদের জন্য ‘বাধ্যতামূলক পোশাক’ পরিধানের প্রতিবাদে তারা তিনবছর ধরে কাজ করছে। ‘মাই স্টেলদি ফ্রিডম’ এ পর্যন্ত হিজাব খোলা তিন হাজার নারীর ছবি ও ভিডিও পেয়েছে।

১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের আগে ইরানের নারীদেরকে পশ্চিমা ধাচেঁর পোশাক পরতে দেখা যেত। কিন্তু আয়াতুল্লাহ খোমেনি ক্ষমতায় আসার পর সবকিছু পাল্টে যায়।

সূত্র: বিবিসি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত