‘১২ ইঞ্চি ছুরি নিয়ে এলোপাতাড়ি কোপায় তারা’

প্রকাশ : ০৪ জুন ২০১৭, ১২:৫৭

জাগরণীয়া ডেস্ক

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের বরো মার্কেটে হামলাকারীদের থামানোর চেষ্টা করেছিলেন বলে জানিয়েছেন এক ট্যাক্সিচালক। সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

স্থানীয় সময় ৩ জুন (শনিবার) মধ্যরাতে লন্ডন ব্রিজ ও সেতুসংলগ্ন বরো মার্কেটে হামলা চালানো হয়। হামলায় কমপক্ষে নয়জন নিহত ও ৪৮ জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছে সংবাদ সংস্থা রয়টার্স। নিহতদের মধ্যে তিন হামলাকারীও রয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই ট্যাক্সিচালক টেলিগ্রাফকে জানান, তিনজন সন্দেহভাজন হামলাকারী ১২ ইঞ্চি লম্বা ছুরি নিয়ে এলোপাতাড়িভাবে স্থানীয় লোকজনের ওপর হামলা চালাতে থাকে। তিনি বলেন, ‘আমি চিন্তা করলাম, কাছে গিয়ে তাকে মারা উচিত। আমি চেষ্টা করব ও তাকে ঘুষি মেরে অজ্ঞান করে দেবো।’

‘আমি ট্যাক্সি থামালাম। তাদের একজনকে আঘাত করতেই যাচ্ছিলাম; কিন্তু সে পাশে সরে গিয়ে নিজেকে সামলে নিল। আর তখনই তিনজন পুলিশ সদস্য লাঠি নিয়ে তাদের দিকে তেড়ে গেল।’

‘আমি চিৎকার করে সবাইকে এলাকা থেকে চলে যেতে বলছিলাম। সেখানে শতাধিক মানুষ ছিল। হামলাকারীরা ভ্যানগাড়ি থেকে নেমেই তাদের ওপর হামলা চালানো শুরু করে।’

এদিকে, বরো মার্কেটে হামলার আগে ওই সন্ত্রাসীরা লন্ডন ব্রিজেও হামলা চালায়। স্থানীয়দের বরাত দিয়ে বিবিসি জানায়, মধ্যরাতে সাদা একটি গাড়ি রাস্তা ছেড়ে লন্ডন ব্রিজের ফুটপাতে উঠে পড়ে এবং পথচারীদের চাপা দেয়। হামলার সময় সেতুটিতে ছিলেন বিবিসির সাংবাদিক হলি জোন্স। তিনি জানান, একজন পুরুষ ঘণ্টায় প্রায় ৫০ কিলোমিটার গতিতে গাড়ি চালিয়ে ব্রিজের ফুটপাতে পথচারীদের ওপর উঠে পড়ে।

এটিকে সন্ত্রাসী হামলা বলে নিশ্চিত করেছে লন্ডন পুলিশ। ব্রিটেনের প্রধানমন্ত্রী টেরিজা মে এই হামলাকে ‘ভীতিকর ঘটনা’ বলে আখ্যায়িত করেছেন।

লন্ডনের মেয়র সাদিক খান ছুটির দিনের আগের রাতে এই হামলার নিন্দা জানিয়ে বলেছেন, এটি পরিকল্পিত ও কাপুরুষোচিত হামলা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত