ম্যানচেস্টারে হামলার দায় স্বীকার আইএসের

প্রকাশ : ২৩ মে ২০১৭, ১৯:৫৮

জাগরণীয়া ডেস্ক

যুক্তরাজ্যের ম্যানচেস্টারে হামলার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। ২২ মে (সোমবার) মার্কিন পপতারকা আরিয়ানা গ্রান্ডের কনসার্টে হামলায় কমপক্ষে ২২ জন নিহত হয়েছে, আহত হয়েছে ৫৯ জন।

২৩ মে (মঙ্গলবার) প্রকাশিত আইএসের বিবৃতিতে বলা হয়, তাদের এক যোদ্ধার এই হামলায় ১০০ জন হতাহত হয়েছে। আইএসের ভাষ্য অনুযায়ী হামলায় নিহত হয়েছে ৩০ জন, আহত ৭০ জন।

ব্রিটিশ কর্তৃপক্ষ জানিয়েছে, ২২ মে (সোমবার) রাতে মার্কিন সঙ্গীতশিল্পী আরিয়ানা গ্র্যান্ডের কনসার্টে চালানো ওই হামলায় আরো অন্তত ২২ জন নিহত ও ৫৯ জন আহত হয়েছে। এ ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে সারাবিশ্বে। ব্রিটেনে আসন্ন সাধারণ নির্বাচনের প্রচারণা স্থগিত ঘোষণা করেছে নির্বাচনে অংশ নেয়া সবগুলো রাজনৈতিক দল।

এ ঘটনায় শোক প্রকাশ করে টুইটারে আরিয়ানা গ্র্যান্ডে লিখেছেন, ‘আমার হৃদয়টা একবারে ভেঙে-চুড়ে গেছে, আমি অত্যন্ত ব্যথিত, কিছু বলার মত ভাষা হারিয়ে ফেলেছি।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত