ধর্ষণের পর হত্যা, কুকুরে খেল মরদেহ!
প্রকাশ : ১৭ মে ২০১৭, ১৯:৩৬


ভারতের হরিয়ানা রাজ্যের রোহতাক জেলায় ২৩ বছর বয়সী এক তরুণীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এরপর ফেলে রাখা লাশ কুকুরের খাবারে হয়ে উঠে।
স্থানীয় সময় ৯ মে (মঙ্গলবার) সোনেপাত শহর থেকে সুমিত নামে এক যুবক বন্ধুদের সঙ্গে নিয়ে তার সাবেক প্রেমিকাকে অপহরণ করেন। তাকে ধর্ষণ করার পর ইট দিয়ে মাথায় আঘাত করে পরে গাড়িচাপা দেওয়া হয়। মেয়েটির লাশ এক শিল্প এলাকার আবর্জনার স্তূপে ফেলে দেওয়া হয়। গত ১১ মে (বৃহস্পতিবার) স্থানীয় এক বাসিন্দা কয়েকটি কুকুরকে মানুষের দেহাবশেষ খেতে দেখলে মেয়েটির লাশের খোঁজ মেলে বলে জানিয়েছে পুলিশ।
সোনেপাত পুলিশের উপপরিদর্শক অজয় মালিক জানান, কুকুর ওই তরুণীর মুখ ও শরীরের নিচের অংশ খেয়ে ফেলেছে। ধর্ষণের পর তার মুখ ইট দিয়ে থেঁতলে দেওয়া হয়। এছাড়া তার মাথায় গভীর আঘাতের চিহ্ন রয়েছে। সোনেপাত থানায় একটি নিখোঁজ অভিযোগ দায়ের করেন ওই তরুণীর বাবা-মা বলে জানান অজয় মালিক।
তিনি আরও জানান, সুমিত ও বিকাশ নামের দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
তাদের মধ্যে সুমিত বেশ কিছুদিন ধরে ওই তরুণীকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল বলে জানিয়েছেন মালিক।
ধর্ষণের এ ঘটনায় ভারতজুড়ে তোলপাড় শুরু হয়েছে। বিশেষ করে সম্প্রতি ‘নির্ভয়া’ ধর্ষণ ও হত্যা মামলায় চারজনের ফাঁসির আদেশ বহাল রাখেন ভারতের সুপ্রিম কোর্ট।
- ৯ দিন ধরে নিখোঁজ সঙ্গীত শিক্ষক মনিকা
- স্কুল থেকে ফিরে স্কুলছাত্রীর আত্মহত্যা
- বস্তাবন্দি মরদেহের পরিচয় মিলেছে, স্ত্রীকে জিজ্ঞাসাবাদ
- গাইবান্ধায় ২ গৃহবধূ হত্যার অভিযোগ
- চট্টগ্রামে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ
- মুক্তাগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু
- বিদ্যালয়ের দেয়াল ধসে আহত আফরিনের মৃত্যু
- ধর্ষণে ব্যর্থ হয়ে ছাত্রীকে জখম, আসামি গ্রেপ্তার
- সামির বিরুদ্ধে এবার অর্থপাচারের অভিযোগ হাসিনের
- ৭ শতাধিক বছরের পুরনো গাছ বাঁচাতে অভিনব চিকিৎসা!
- মার্কেট এলাকায় হয়রানি, প্রয়োজন শুধু সাহসী প্রতিবাদের
- সুফিয়া কামাল হল প্রসঙ্গ
- শিশু ধর্ষণে মৃত্যুদণ্ড ভারতে
- ব্যাগেজ বেল্টে যাত্রী, গুণলেন জরিমানা!
- হলুদ কেন খাবেন?
- চলন্ত বাসে গণধর্ষণ: রিমান্ড শেষে কারাগারে ৫ আসামি
- একন হোস্ট এর বৈশাখী অফার
- ‘গালফ শিল্ড’ কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
- সিরাজগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার
- গণধর্ষণ নিয়ে মন্তব্যে সমালোচনার মুখে সানিয়া