জার্মানে বোরকার ওপর আংশিক নিষেধাজ্ঞা

প্রকাশ : ২৯ এপ্রিল ২০১৭, ১৩:০৩

জাগরণীয়া ডেস্ক

পুরোপুরি মুখ ঢাকা বোরকাসম্পূর্ণ মুখ ঢাকা বোরকাকে নিষিদ্ধ করে একটি বিল অনুমোদন করেছে জার্মানির পার্লামেন্টের নিম্ন কক্ষ।

গত ডিসেম্বরে জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল মুসলমান নারীদের সম্পূর্ণ মুখ ঢাকা বোরকা আইনগতভাবে নিষিদ্ধ করার বিষয়টি উত্থাপন করেছিলেন। তারই ধারাবাহিকতায় বোরকার ওপর আংশিক নিষেধাজ্ঞা অনুমোদিত হলো।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী থমাস দে মেজিয়ার বলেছেন যে, এর মাধ্যমে জার্মানি অন্য সংস্কৃতির বিষয়ে ঠিক কতটা সহনশীলতা দেখাবে তা সুনির্দিষ্ট করা হলো।

গত দুই বছরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে জার্মানিতে দশ লাখের বেশি মুসলমান অভিবাসী এসেছে। মুসলমান নারীদের ভেতরে সম্পূর্ণ মুখ ঢাকা নেকাব বা বোরকার প্রচলন রয়েছে। এই নিষেধাজ্ঞা অনুযায়ী সরকারি কর্মকর্তা, বিচারক এবং সেনাবাহিনীতে কর্মরত মুসলমান নারীরা তাদের কর্মক্ষেত্রে বোরকা ব্যবহার করতে পারবেন না। তারও আগে জার্মানির প্রায় ১৬টি রাজ্যে শিক্ষকদের বোরকা ব্যবহারে নিষেধাজ্ঞা ছিল।

সূত্র: বিবিসি বাংলা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত