ভেনিজুয়েলায় সরকারবিরোধী বিক্ষোভ, নারীসহ নিহত ৩

প্রকাশ : ২০ এপ্রিল ২০১৭, ১১:৩৯

জাগরণীয়া ডেস্ক

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে বিক্ষোভ মিছিলে পুলিশের গুলিতে ৩ জন নিহত হয়েছেন। প্রেসিডেন্ট নির্বাচন ও বিরোধী দলের রাজনৈতিক নেতাকর্মীদের মুক্তির দাবিতে বুধবার এ বিক্ষোভের ডাক দিয়েছিল মাদুরোবিরোধীরা। 

বিবিসি জানিয়েছে, রাজধানী কারাকাসে এক কিশোর, ন্যাশনাল গার্ডের এক সার্জেন্ট এবং কলম্বিয়া সীমান্তবর্তী সান ক্রিস্টোবালে এক নারী নিহত হয়েছে।

তবে প্রেসিডেন্ট মাদুরো অভিযোগ করেছেন, বিরোধীরা পুলিশের ওপর হামলা চালিয়েছে এবং দোকান লুটপাট করেছে। যুক্তরাষ্ট্রের সমর্থনে একটি অভ্যুত্থান ঘটানোর জন্য বিরোধীরা এই কাজ করছে। বিক্ষোভস্থল থেকে ৩০ জনকে আটক করা হয়েছে।

অপরদিকে বিরোধী দলীয় নেতা ক্যাপরিলস বুধবার রাতে সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার আবারও বিক্ষোভের ডাক দিয়েছেন। আজ যদি আমরা দশ লাখ জমায়েত হয়ে থাকি তাহলে কাল হবে আরো বেশি। একই জায়গায়, একই সময়ে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত