যেকোনো সময় উত্তর কোরিয়ায় আঘাত হানবে আমেরিকা

প্রকাশ : ১৫ এপ্রিল ২০১৭, ১৯:৩৮

জাগরণীয়া ডেস্ক

উত্তর কোরিয়ার ষষ্ঠ পারমাণবিক পরীক্ষার কার্যক্রমকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে উত্তর কোরিয়া তাদের নাগরিকদের রাজধানী থেকে অন্যত্র সরিয়ে নিচ্ছে। চীন যদি সহযোগিতা না করে তবে আমেরিকা একাই তাদের বিরুদ্ধে লড়বে বলে জানা গেছে।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, যুদ্ধ বাধলে কেউ জিতবে না। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

আমেরিকার দাবি, জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করে এ পর্যন্ত পাঁচ দফা পরমাণু বোমা পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। এছাড়া, ক্ষেপণাস্ত্র পরীক্ষাও অব্যাহত রেখেছে দেশটি।

আমেরিকা হুঁশিয়ারি দিয়ে বলেছে, উত্তর কোরিয়া যদি তাদের সিদ্ধান্ত থেকে না ফিরে আসে, তবে কঠোর জবাব দেওয়া হবে।

এদিকে, আমেরিকা কোরিয়া উপদ্বীপে মার্কিন বিমানবাহী রণতরি মোতায়েন করেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত