গণহত্যা দিবসে ভারতের সমর্থন

প্রকাশ : ০৮ এপ্রিল ২০১৭, ১৯:৩৬

জাগরণীয়া ডেস্ক

২৫ মার্চকে আন্তর্জাতিকভাবে ‘গণহত্যা দিবস’ পালনে ভারতের সমর্থন আদায় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতে রাষ্ট্রীয় সফরে ৮ এপ্রিল (শনিবার) শীর্ষ বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বক্তব্যে এই সমর্থন প্রদানের কথা জানান।

১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীর নৃশংসতার দিন ২৫ মার্চ গণহত্যা দিবসে হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালনের সিদ্ধান্ত নিয়ে তার আন্তর্জাতিক স্বীকৃতির জন্য বাংলাদেশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এই চেষ্টায় ভারতই প্রথম দেশ যাদের সহযোগিতার আশ্বাস এল, যে দেশটি একাত্তরে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সহায়তা নিয়ে এগিয়ে এসেছিল।

এছাড়া আগামি ২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের সুবর্ণজয়ন্তিতে মুক্তিযুদ্ধ নিয়ে যৌথভাবে একটি প্রামাণ্যচিত্র তৈরির ঘোষণাও দেন মোদী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত