বাড়ি ফিরতে ভয় পাচ্ছেন ফেসবুক লাইভে ‘ধর্ষিত’ কিশোরী

প্রকাশ : ২৩ মার্চ ২০১৭, ২৩:৩৪

জাগরণীয়া ডেস্ক

যুক্তরাষ্ট্রে ফেসবুক লাইভে সরাসরি সম্প্রচারের সময় ‘ধর্ষিত’ হওয়া সেই কিশোরী তার শিকাগোর বাড়িতে যেতে ভয় পাচ্ছেন বলে জানিয়েছেন ওই কিশোরীর মা।

কিশোরীর মা মার্কিন গণমাধ্যমকে জানান, ফেসবুকের কিছু লোক তার কন্যাকে “খুঁজে পেতে যাচ্ছে” বলে হুমকি দিচ্ছেন। 

ওই কিশোরীর কথা চিন্তা করে তার মা ৩২ বছর বয়সী এই নারীর পরিচয় প্রতিবেদনে উল্লেখ করেনি বিবিসি।

ওই নারী আরও জানান, ওই কিশোরীকে দেখার জন্য স্থানীয় শিশুরা বারবার তাদের বাড়ির দরজায় ঘণ্টা বাজাচ্ছে। 

এখন তিনি পশ্চিম শিকাগো’র ওই এলাকা ছাড়তে চান জানিয়ে বলেন, “এটি চিন্তা করা আসলেই বিরক্তিকর যে শিশুরা মনে করছে এটি মজার কিছু। আমি এখানে থাকতে পারব না”।

কিশোরীর এক আত্মীয় রেগিন্যাল্ড কিং জানান, তিনি ওই কিশোরীকে রবিবার চার্চে নিয়ে গিয়েছিলেন। এই হামলার শিকার হওয়ার আগে ওই কিশোরীর সঙ্গে দেখা হওয়া তিনিই শেষ ব্যক্তি। 

স্থানীয় গণমাধ্যমগুলোকে তিনি বলেন, “এটি কারও প্রাপ্য নয়। কোনো মানুষের এমনটা প্রাপ্য হতে পারে না। স্থানীয় ‘দুর্বৃত্তরা’ এই কাজ করেছে বলেছে নিজের সন্দেহ প্রকাশ করেন তিনি"।

ওই এলাকার লোকের কীভাবে জিম্মি হয়ে আছেন তা বলতে গিয়ে শিকাগোভিত্তিক দৈনিক শিকাগো ট্রিবিউন-কে কিং বলেন, “আমি আসলেই বয়স্ক, ৬০ বছর বয়সী, আমার চেয়ে বড়, আমার মা-বাবার বয়সীদের দেখেছি ভয়ে চুপ হয়ে থাকতে।”

এ খবর প্রকাশ পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক করা হয়নি। কিন্তু শিকাগো পুলিশ-এর মুখপাত্র জানান, তারা কয়েকজন সন্দেহভাজনের সাক্ষাৎকার নিয়েছেন আর আক্রমণকারীদের খুঁজে পাওয়ার প্রক্রিয়া ‘ভালো এগিয়েছে’ বলেও জানান তিনি।

উল্লেখ্য, একদিন নিখোঁজ থাকার পর ওই কিশোরীকে খুঁজে পায় শিকাগো পুলিশ। তারপর তারা ওই ভিডিও সরানোর জন্য ফেইসবুকের সঙ্গে যোগাযোগ করে।

পুলিশ জানিয়েছে, ১৫ বছরের ওই কিশোরী ফেসবুকে লাইভ সম্প্রচারের সময় ধর্ষিত হয়েছেন। বুধবার হাসপাতাল থেকে ছাড়া পেলেও ওই কিশোরী এখনও নিজ বাড়ি ফেরেননি, বর্তমানে তিনি তার আত্মীয়দের সঙ্গে থাকছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত