লন্ডনে সন্ত্রাসী হামলা: আইএসের দায় স্বীকার

প্রকাশ : ২৩ মার্চ ২০১৭, ১৯:৪৪

জাগরণীয়া ডেস্ক

২২ মার্চ, বুধবার যুক্তরাজ্যের পার্লামেন্টের প্রাঙ্গনে সন্ত্রাসী হামলার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। আইএসের বার্তা সংস্থা আমাক নিউজ এজেন্সি এ কথা জানিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে।

বুধবার যুক্তরাজ্যের পার্লামেন্টের বাইরের এই সন্ত্রাসী হামলায় পুলিশ কর্মকর্তা, হামলাকারীসহ পাঁচ ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪০ জন।

পরে পুলিশের গুলিতে নিহত হয়েছেন ওই হামলাকারী। এ ঘটনা যখন ঘটে, তখন পার্লামেন্টের যৌথ অধিবেশন চলছিল। 

বুধবারের ঘটনার দায় আজ বৃহস্পতিবার স্বীকার করল আইএস।

এর আগে যুক্তরাজ্যের এক্সপ্রেস পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের পার্লামেন্টের বাইরে রক্তক্ষয়ী সন্ত্রাসী হামলা উদ্‌যাপন করছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত