বিশ্বের সবচেয়ে সুখী দেশ নরওয়ে

প্রকাশ : ২০ মার্চ ২০১৭, ১৮:১৪

জাগরণীয়া ডেস্ক

ডেনমার্ককে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় স্ক্যান্ডানেভিয়ান দেশ নরওয়ে প্রথম স্থান দখল করে নিয়েছে। সামাজিক বিশ্বাস, সাম্যাবস্থার মাধ্যমে নাগরিকদের অধিকারের উন্নতির বিষয়গুলো দেশটিকে এ তালিকায় প্রথম স্থানে নিয়ে এসেছে।

২০১২ সাল থেকে জাতিসংঘের উদ্যোগে সাস্টেনেবল ডেভলপমেন্ট সল্যুশন নেটওয়ার্ক (এসডিএসএন) তালিকাটি করে আসছে। ‘ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০১৭’ নামে নতুন এই প্রতিবেদন ২০ মার্চ (সোমবার) প্রকাশ হয়।

১৫৫ দেশের ওপর করা ওই প্রতিবেদনে একইসঙ্গে উঠে এসেছে বিশ্বের সবচেয়ে অসুখী দেশের নামও। যেখানে সাব-সাহারান আফ্রিকান দেশের সঙ্গে রয়েছে সিরিয়া ও ইয়েমেনের নামও।

নরওয়ে ছাড়া সুখী দেশের তালিকায় শীর্ষ দশের বাকি দেশগুলো হলো- ডেনমার্ক, আইসল্যান্ড, সুইজারল্যান্ড, ফিনল্যান্ড, নেদারল্যান্ড, কানাডা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও সুইডেন। এ তালিকায় ১৬ নম্বরে রয়েছে জার্মানি, যুক্তরাজ্যের অবস্থান ১৯, আর ফ্রান্স ৩১ নম্বরে। তবে একধাপ অবনমন হয়ে সুখী দেশের তালিকায় ১৪ নম্বরে নেমেছে যুক্তরাষ্ট্র।

আর অসুখী দেশের তালিকায় প্রথম স্থানে রয়েছে দক্ষিণ সুদান। এ তালিকায় পরবর্তী দেশগুলো হলো- লাইবেরিয়া, গায়ানা, টঙ্গো, রুয়ান্ডা, তানজানিয়া, বুরুন্ডি ও মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র।

সুখী দেশের তালিকা তৈরিতে যে ছয়টি বিষয়কে বিবেচনায় নেওয়া হয়েছে সেগুলো হলো- প্রতি ক্যাপিটায় মাথাপিছু গড় দেশজ উৎপাদন, উন্নত জীবনযাপন, স্বাধীনতা, মহত্ব, সামাজিক মূল্যবোধ এবং সরকারি ও ব্যবসা ক্ষেত্রে দুর্নীতির অনুপস্থিতির হার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত