দুর্নীতির অভিযোগে

দক্ষিণ কোরিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট বরখাস্ত

প্রকাশ : ১০ মার্চ ২০১৭, ১০:৩৪

জাগরণীয়া ডেস্ক

দুর্নীতির অভিযোগে দক্ষিণ কোরিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট পার্ক জিউন-হাইকে পার্লামেন্টের করা অভিশংসনের পক্ষে সিদ্ধান্ত বহাল রেখেছে সে দেশের সর্বোচ্চ আদালত। এর ফলে পার্ক হচ্ছেন দেশটির গণতান্ত্রিক ইতিহাসে প্রথম প্রেসিডেন্ট যাকে আদালতের নির্দেশে ক্ষমতা থেকে বিদায় নিতে হচ্ছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, দুর্নীতির কেলেঙ্কারির জেরে প্রেসিডেন্ট আজ শুক্রবার (১০ মার্চ) রায় দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত।

সাংবিধানিক আদালত তার রায়ে বলেছেন, পার্ক জিউন-হাই’র কর্মকাণ্ড গণতন্ত্রের চেতনা ও আইনের শাসনের গুরুতর ক্ষতি করেছে। তাই তাকে বরখাস্ত করা হলো।

দক্ষিণ কোরিয়ার সাংবিধানিক আদালতের এই রায়ের ফলে আগামী মে মাসের মধ্যে একজন নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করতে হবে।

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে পার্ক জিউন-হাই’র অভিশংসনের পক্ষে ভোট দেন দেশটির আইনপ্রণেতারা। দুর্নীতির কেলেঙ্কারির ঘটনায় গণ-আন্দোলনের মুখে তাঁর বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়।

পার্লামেন্টে পার্ক জিউন-হাই’র অভিশংসনের পক্ষে ভোট পড়ার পর থেকে প্রধানমন্ত্রী হওয়া কিম বিয়ং জুন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত