যৌন হয়রানির প্রতিবাদ করায় শাস্তি!

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০১৭, ১৭:০১

জাগরণীয়া ডেস্ক

কর্মক্ষেত্রে যৌন হয়রানি মুখ বুজে সহ্য করেননি। প্রকাশ্যে অপরাধীর মুখোশ খুলে দিয়েছিলেন। সেই অপরাধেই শাস্তি পেতে হল পাকিস্তানের দুই নারী উপস্থাপককে। দু’জনকেই নিষিদ্ধ করল পাকিস্তানের সরকারি টেলিভিশন চ্যানেল পিটিভি।

পিটিভি’রই উপস্থাপক হিসেবে কাজ করতেন তানজিলা মাজহার ও ইয়াসফিন জামাল। সংস্থারই এক কর্মকর্তা আগা মাসুদ শোরিসের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছিলেন এই দুই উপস্থাপক। নিজেদের অভিযোগ নিয়ে প্রথমে সংস্থার কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েছিলেন দু’জনে। পরে এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়াতেও সরব হন। ফেসবুকে মাসুদের মুখোশ খুলে দেন তানজিলা ও ইয়াসফিন।

কিন্তু সোশ্যাল মিডিয়ায় দুই উপস্থাপকের এই প্রতিবাদ মেনে নিতে পারেননি পাকিস্তানের সরকারি টেলিভিশনের উচ্চপদস্থ কর্তারা। প্রায় সঙ্গে সঙ্গে নোটিশ জারি করে ২৪ ঘণ্টার মধ্যে পোস্টগুলি সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু সেই নির্দেশ মানেনি দুই নারী উপস্থাপক। এই অপরাধেই সংস্থার মানহানির অজুহাতে দু’জনকে নিষিদ্ধ করার নির্দেশ দেন পিটিভি’র কারেন্ট অ্যাফেয়ার্স কন্ট্রোলার হাবিবুর রহমান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত