হাইতিতে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ২০

প্রকাশ | ০৯ জানুয়ারি ২০১৭, ১৩:৪৭

অনলাইন ডেস্ক

হাইতিতে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে অন্ততপক্ষে ২০ জন নিহত হয়েছে। 

রবিবার দেশটির উত্তরাঞ্চলীয় পাহাড় অধ্যুষিত আর্তিবোনিতে প্রদেশের মন্টে লাকরেতে শহরে এই দুর্ঘটনা ঘটে। চলতি বছরে হাইতিতে এটাই সবচেয়ে বড় সড়ক দুর্ঘটনা।

দেশটির জরুরি সেবা কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের মাঝে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের কাছের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে নিয়ে যাওয়া হয়েছে।

উল্লেখ্য, দেশটির সড়ক পরিবহন ব্যবস্থা বেশ নাজুক হওয়ায় দেশটিতে এ ধরনের সড়ক দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে।

হাইতির অনেক মানুষ প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে বসবাস করেন। যান-বাহনের অপ্রতুলতার কারণে হাজার হাজার মানুষ মেয়াদোত্তীর্ণ যান-বাহনেই বিভিন্ন স্থানে পরিভ্রমণে বাধ্য হচ্ছেন। তারা প্রায়ই ট্রাকে করে বিভিন্ন স্থানে পরিভ্রমণ করেন।