‘ইসলামিক সন্ত্রাস জার্মানির জন্য বড় চ্যালেঞ্জ’

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০১৬, ১৪:৩৯

জাগরণীয়া ডেস্ক

ইসলামিক সন্ত্রাস জার্মানির জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে আখ্যায়িত করেছেন দেশটির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল। নতুন বছর উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এমন মন্তব্য করেছেন। 

বার্লিনে এক তিউনিশিয়ান অভিবাসন প্রত্যাশীর হামলার কথা উল্লেখ করে অ্যাঙ্গেলা মের্কেল বলেছেন, আশ্রয় প্রার্থীর হামলা চালানোর বিষয়টি ছিল ‘বিরক্তিকর’। ২০১৬ ছিল নানা পরীক্ষার বছর। অবশ্য তিনি আশাবাদ ব্যক্ত করেছেন, জার্মানি এসব সমস্যা কাটিয়ে উঠতে পারবে।  

আমাদের জীবন-যাপন নিয়ে সন্ত্রাসীদের বলছি-তোমরা ঘৃণিত খুনি। আমরা কিভাবে বসবাস করতে চাই তা তোমরা নির্ধারণ করতে পার না। আমরা স্বাধীন ও মুক্ত। 

সপ্তাহ দুই আগে বার্লিনের ক্রিসমাস মার্কেটে আনিস আমরি নামে এক ব্যক্তি ট্রাক দিয়ে হামলা চালারে ১২ জন নিহত হয়। 

বছরের শুরুতে ওয়ের্জবার্গে একটি ট্রেনে এক কিশোর আফগান শরণার্থী কুড়াল নিয়ে হামলা চালালে পাঁচজন আহত হয়। আনসবাচের একটি বারের বাইরে এক সিরিয়ান শরণার্থী আত্মঘাতী বোমা হামলা চালালে ১৫ জন আহত হয়। এসব হামলার কারণে জার্মানিতে শরণার্থী ঢুকতে দেয়ার পলিসির কারণে অ্যাঙ্গেলা মের্কেল সমালোচনার সম্মুখীন হন। 

খবর: বিবিসি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত