রোহিঙ্গাদের অর্থ সহায়তা দেবে ইইউ

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০১৬, ১৭:৪২

জাগরণীয়া ডেস্ক

মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য প্রায় তিন লাখ ইউরো বা আড়াই কোটি টাকা সমপরিমাণ অর্থ সহায়তা দেবে ইউরোপিয় ইউনিয়ন (ইইউ)।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, এক সংবাদ বিজ্ঞপ্তিতে অর্থ সহায়তার বিষয়টি নিশ্চিত করেছে ইইউ।

ইইউর পক্ষ থেকে জানানো হয়েছে, রোহিঙ্গাদের জন্য অতি প্রয়োজনীয় খাদ্য ও পুষ্টি সহায়তা, থাকার ব্যবস্থা, নিরাপদ পয়োনিষ্কাষণ পদ্ধতি ও গরম কাপড় সরবরাহ করা হবে। এছাড়া অত্যাচার-নির্যাতন পরবর্তী মানসিক পরিস্থিতি সামাল দিতেও তাদের সহায়তা দেয়া হবে। 

ইউরোপীয় কমিশনের মানবিক সহায়তা বিভাগ বা ইসিএইচও'র প্রধান রোমান ম্যাচের বলেছেন, সম্প্রতি নাফ নদী পেরিয়ে বাংলাদেশে যে রোহিঙ্গা পরিবারগুলো আশ্রয় নিয়েছে তারা সঙ্গে করে কিছুই নিয়ে আসতে পারেনি।

এ কারণে তাদের কাছে মানবিক সহায়তা পৌঁছানো খুব জরুরি। ইউরোপীয় কমিশন থেকে দেয়া সহায়তা কেবলমাত্র রোহিঙ্গাদের জরুরি প্রয়োজনই মেটাবে না, বরং মানসিকভাবেও তাদের সাহায্য করবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত