লিবিয়ায় যাত্রী উড়োজাহাজ ছিনতাই

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০১৬, ০২:৩৩

জাগরণীয়া ডেস্ক

লিবিয়ায় ১১৮ জন যাত্রীসহ একটি উড়োজাহাজ ছিনতাই করেছে ছিনতাইকারীরা। তারা উড়োজাহাজটি মাল্টায় অবতরণ করতে বাধ্য করে। 

২৩ ডিসেম্বর (শুক্রবার) লিবিয়ার স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, লিবিয়ার অভ্যন্তরীণ রুটের এয়ারবাস এ৩২০-এর গন্তব্য পরিবর্তন করে সেটি মাল্টায় নিয়ে যাওয়া হয়েছে। উড়োজাহাজটি আফ্রিকিউয়া এয়ারওয়েজের। আরোহীদের মধ্যে ৮২ জন পুরুষ, ২৮ জন নারী ও একজন শিশু রয়েছে। 

এয়ারওয়েজ কর্তৃপক্ষ উড়োজাহাজ ছিনতাইয়ের বিষয়টি জানিয়েছেন।

মাল্টার প্রধানমন্ত্রী বলছেন, উড়োজাহাজটি সম্ভবত ছিনতাই করা হয়েছে।

বিভিন্ন গণমাধ্যমের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, দুজন ছিনতাইকারী এ ঘটনায় জড়িত। তারা উড়োজাহাজটি বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেয়।

মাল্টা আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এক টুইটার বার্তায় বলেছে, ওই বিমানবন্দরে বেআইনিভাবে একটি উড়োজাহাজ অবতরণ করানো হয়েছে। মাল্টার প্রধানমন্ত্রী জোসেফ মাসকাট বলেছেন, দেশটির নিরাপত্তা বাহিনী বিমানবন্দরে উড়োজাহাজটি ঘিরে রেখেছে।

ঘটনাস্থলে থাকা বার্তা সংস্থা রয়টার্সের একজন ফটোসাংবাদিক বলেছেন, তিনি বিমানবন্দরে সেনাসদস্য ও বিশেষ বাহিনীর বেশ কিছু গাড়ি দেখেছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত