হিজাব ছাড়া ছবি টুইট, সৌদি তরুণী আটক

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০১৬, ১৭:৫০

জাগরণীয়া ডেস্ক

টুইটারে হিজাব ছাড়া ছবি দেয়ার অপরাধে এক তরুণীকে আটক করেছে সৌদি পুলিশ।  

সোমবার (১২ ডিসেম্বর) সৌদি পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয় এ তথ্য। তবে আটক তরুণীর নাম প্রকাশ করা হয়নি। 

তবে কয়েকটি ওয়েবসাইটে তরুণীর নাম মালাক-আল-শেহরি বলে প্রকাশ করো হয়েছে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি ছবিও প্রকাশ করা হয়েছে।   

সামাজিক যোগাযোগের মাধ্যমে "বিদ্রোহী শেহরির" গ্রেপ্তারের দাবি জানিয়ে হ্যাশট্যাগ চালু হওয়ার পাশাপাশি তার মৃত্যুদণ্ডের দাবিও তোলা হয়। অনেকে আবার শেহরির এই সাহসী কর্মকাণ্ডের প্রশংসাও করেছেন। কেউ কেউ তাকে যুক্তরাষ্ট্রের প্রথম নারী অধিকার কর্মী রোজা পার্কের সঙ্গে তুলনা করছেন।   

ছবি নিয়ে আলোচনা-সমালোচনার এক পর্যায়ে শেহরি তার টুইটার অ্যাকাউন্ট ডিলিট করে দেন। তারপরও তার নেকাববিহীন ছবি ধর্মীয় পুলিশের নজরে পড়ে বলে গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়।      
 
এ ব্যাপারে সৌদি পুলিশ জানায়, সাধারণ নৈতিকতা লঙ্ঘন করার অপরাধে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত নারীকে। মাথায় হিজাব ছাড়া ক্যাফের সামনে দাঁড়িয়ে ছবি তুলেছেন রিয়াদ। এটা সৌদি সমাজে অবৈধ। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত