ইয়েমেনে প্রতি ১০ মিনিটে মারা যায় ১টি শিশু!

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০১৬, ১৪:১৬

জাগরণীয়া ডেস্ক

অপুষ্টি, ডায়রিয়া, শ্বাসকষ্টজনিত কারণে প্রতি ১০ মিনিটে অন্তত একটি শিশু মারা যাচ্ছে ইয়েমেনে। এছাড়াও দেশটিতে ৪ লাখেরও বেশি শিশু অনাহারের মুখে পড়েছে।    

ইউনিসেফ জানিয়েছে, যুদ্ধকবলিত দেশটিতে ২২ লাখ শিশুর উন্নত চিকিৎসা প্রয়োজন।  

সোমবার (১২ ডিসেম্বর) প্রকাশিত ইউনিসেফের প্রতিবেদনের বরাতে এ কথা জানিয়েছে আল-জাজিরা।    

ইউনিসেফের ভারপ্রাপ্ত প্রতিনিধি মেরিটক্সেল রেলানো এক বিবৃতিতে বলেন, মধ্যপ্রাচ্যের দরিদ্রতম দেশটির শিশুদের অবস্থা এখনকার মতো ভয়াবহ অবস্থায় কখনোই ছিল না। জাতিসংঘের এই সংস্থাটির মতে, দেশটিতে প্রতি ১০ মিনিটে একজন শিশুর মৃত্যু ঘটে। ৪ লাখ ৬২ হাজার শিশু অপুষ্টির শিকার দেশটিতে। ২০১৪ সালের পর যা ২০০ শতাংশেরও বেশি।

জানা যায়, দেশটিতে পাঁচ বছরের কম বয়সী শিশুদের মৃত্যুর প্রধান কারণ তীব্র অপুষ্টি। এ ধরনের লক্ষণ থাকা শিশুদের উচ্চতা অনুযায়ী ওজন খুবই কম হয়। দৃশ্যত কঙ্কালসার ও ফিনফিনে হয় শিশুরা। ইয়েমেনের হোদেইদা, তাইজ, হাজ্জা ও লাহেজ অঞ্চলের শিশুদের শারীরিক অবস্থাও বেশ খারাপ বলে জানানো হয় ওই প্রতিবেদনে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত