অভিশংসিত হতে পারেন পার্ক

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০১৬, ১০:৩৮

জাগরণীয়া ডেস্ক

অভিশংসিত হতে পারেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন-হাই। শুক্রবার (০৯ ডিসেম্বর) তার প্রেসিডেন্ট থাকা না থাকা নিয়ে পার্লামেন্টে ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। রাজনৈতিক কেলেঙ্কারিতে নাম আসার পর পরই পার্কের বিরুদ্ধে রাস্তায় নামে দক্ষিণ কোরিয়ার হাজার হাজার মানুষ।

পার্কের ক্ষমতাকে ব্যবহার করে তাঁর বিশ্বস্ত সহযোগী চয় সুন-সিল বিভিন্ন বিষয়ে প্রভাব খাটিয়েছেন এবং অর্থ উপার্জন করেছেন বলে অভিযোগ ওঠেছে। দুর্নীতিতে পার্কের ‘উল্লেখযোগ্য’ ভূমিকা আছে বলে আদালতে বলেছেন আইনজীবীরা। যদিও পার্ক এসব অভিযোগ অস্বীকার করেছেন।

এসব অভিযোগের জেরে চলমান বিক্ষোভের পরিপ্রেক্ষিতে পার্ক জানিয়েছেন, তিনি পদত্যাগ করবেন না। বিষয়টি তিনি পার্লামেন্টের হাতে ছেড়ে দিয়েছেন।

প্রধান তিন বিরোধী দল মিনজু পার্টি, পিপল্স পার্টি এবং জাস্টিস পার্টি অভিশংসন বিষয়ে একমত হওয়ার পর ওই বিলটি উত্থাপন করা হয়। বিরোধী দলের নেতারা ক্ষমতাসীন সেনুরি পার্টির পার্লামেন্ট সদস্যদেরও অভিশংসন ভোটে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত