দুইদিনে ভূমধ‌্যসাগর থেকে ২৪০০ শরণার্থী উদ্ধার

প্রকাশ : ২৩ অক্টোবর ২০১৬, ২৩:৫৮

জাগরণীয়া ডেস্ক

গত দুইদিনে ভূমধ‌্যসাগর থেকে ২,৪০০ জন অভিবাসনপ্রত‌্যাশী ও শরণার্থীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে ইতালির উপকূলরক্ষীরা জানিয়েছে।

এ সময় ১৪টি লাশও পাওয়া গেছে বলে শনিবার এক বিবৃতিতে তারা জানায়।

বিবৃতিতে বলা হয়, অভিবাসনপ্রত‌্যাশী বা শরণার্থীরা রাবারের তৈরি নৌকা ও অন‌্যান‌্য ছোট ছোট জলযানে করে সমুদ্র পাড়ি দেওয়ার চেষ্টা করছিলেন। শুধু শনিবারেই প্রায় ২০টি উদ্ধার অভিযান চালানো হয়েছে। এই অভিযানে আইরিশ নৌবাহিনীর একটি জাহাজ ও মানবাধিকার গোষ্ঠী ডক্টরস উইদাউট বর্ডার্স এবং সি ওয়াচও অংশ নিয়েছে।

ডক্টরস উইদাউট বর্ডার্স শনিবার এক টুইটে বলেছে- তাদের বিশ্বাস, উদ্ধার অভিযান চলার সময় ১২ জনের মৃত‌্যু হয়েছে। এদের মধ‌্যে চারজন শিশুও রয়েছে।

অভিবাসন ও শরণার্থী বিষয়ক আন্তর্জাতিক সংস্থার হিসাব অনুযায়ী, উত্তর আফ্রিকা থেকে ইউরোপে নৌকায় করে সমুদ্রপথ পাড়ি জমানোর চেষ্টায় চলতি বছর সমুদ্রে নিখোঁজ হয়েছেন অথবা মৃত‌্যুবরণ করেছেন ৩,১০০ জনেরও বেশি অভিবাসনপ্রত‌্যাশী বা শরণার্থী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত