ইরাকে বোরকার উপর আইএসের নিষেধাজ্ঞা!

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০১৬, ১৫:৩৪

জাগরণীয়া ডেস্ক

‘নিরাপত্তার কারণে’ উত্তর ইরাকে নিজেদের নিয়ন্ত্রিত অঞ্চলে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট বোরকা নিষিদ্ধ করেছে বলে খবর পাওয়া গেছে।

ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়, আইএস তাদের নিরাপত্তা কেন্দ্রগুলোতে বোরকা পরা অবস্থায় চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে। 

মুখঢাকা নেকাব ও বোরকা পরিহিত এক নারী সম্প্রতি মসুলের একটি নিরাপত্তা কেন্দ্রে ঢুকে আইএসের বিরুদ্ধে হামলা চালানোর পর জঙ্গিগোষ্ঠীটি এ সিদ্ধান্ত নেয় বলে জানা গেছে। ওই হামলায় জঙ্গিগোষ্ঠীটির বেশ কয়েকজন কমান্ডার নিহত হন।

উল্লেখ্য, জঙ্গি সংগঠন আইএস এর আগে সিরিয়া ও ইরাকে তাদের দখল করা অঞ্চলে নারীদের বোরকা পরতে বাধ্য করেছিল বলে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে। মুখ ও চোখ পুরোপুরি ‘আবৃত’ বোরকা না পরার ‘অপরাধে’ আইএসের ‘মোরাল পুলিশ’ নারীদের ‍উপর অত্যাচার, কাউকে কাউকে হত্যা করতো বলেও ওই গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে।

এমনকি গত মাসে সিরিয়ার শহর মানবিজ ও আলেপ্পো আইএসমুক্ত হওয়ার পর শহর দুটির অনেক নারীকে বোরকা ও নেকাব ফেলে দিয়ে উল্লাস করতে দেখা গেছে। মানবিজ মুক্ত হওয়ার পর প্রকাশিত ভিডিওতে এক নারীকে নেকাব সরিয়ে তার মুখে আইএসের নির্যাতনের চিহ্নও দেখিয়েছিলেন। একই ভিডিওতে তরুণীদের অনেককেই বোরকা ফেলে তাতে আগুন দিতে দেখা গেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত