গুয়াতেমালায় মৃতের সংখ্যা বেড়ে ৬৫

প্রকাশ : ০৫ জুন ২০১৮, ১১:৫৮

জাগরণীয়া ডেস্ক

ফুয়েগো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে গুয়াতেমালায় মৃতের সংখ্যা বেড়ে ৬৫ হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪৬ জন। দেশটির জাতীয় দুর্যোগ সংস্থা কনরেড এ তথ্য জানিয়েছে।

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার পক্ষ থেকে বলা হয়, আগ্নেয়গিরির একটি লাভা স্রোত এল রডিও গ্রামে গিয়ে পৌঁছে। এতে ঘরবাড়ি ধ্বংস হয়। মানুষ পুড়ে মারা যায়। ওই ধ্বংসস্তূপ থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রায় দুই হাজার মানুষকে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে। এ ছাড়া তিন হাজার ২০০ জনের বেশি মানুষকে ওই এলাকা ত্যাগ করতে বলা হয়েছে।

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার তথ্য অনুযায়ী, ১২ হাজার ৩৪৬ ফুট উচ্চতা থেকে এ উদগিরণ ঘটে। চলতি বছর এটি দ্বিতীয় উদগিরণের ঘটনা। এখান থেকে নির্গত ধোঁয়া ও কালো ছাই-এ ওই অঞ্চলের অনেক অবকাঠামো ও কফি ক্ষেতের ক্ষতি হয়েছে।

এ ঘটনায় দেশটির প্রেসিডেন্ট জিমি মোরালেস জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত