ভারতে ধুলিঝড়ে নিহতের সংখ্যা বেড়ে ১০৯

প্রকাশ : ০৩ মে ২০১৮, ১৭:৫৮

জাগরণীয়া ডেস্ক

​ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলে শক্তিশালী ধূলিঝড় ও বৃষ্টিতে নিহতের সংখ্যা বেড়ে ১০৯ এ দাঁড়িয়েছে ​। আহত হয়েছে ১৩০ এরও অধিক। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস এর

৩ মে (বৃহস্পতিবার) দেশটির কর্তৃপক্ষ জানায়, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বাড়িঘর, গাছপাতা ভেঙে পড়ায় এবং বজ্রপাতের আঘাতে হতাহতের ঘটনা ঘটেছে। নিহতের সংখ্যা আরো বৃদ্ধি পাওয়ার আশংকা করছে কর্তৃপক্ষ। শুধুমাত্র উত্তর প্রদেশের বিভিন্ন স্থানে বজ্রপাত ও ধুলিঝড়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪। 

এর আগে গত ২ মে (বুধবার) রাতে ভারতের আগ্রায় আবহাওয়া পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। রিলিফ কমিশনার সঞ্জয় কুমার জানান,সেখানে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৩০ কিলোমিটার (৮০ মাইল)। সেখানে অন্তত ৩৬ জনের মৃত্যু হয়। তবে আগ্রায় অবস্থিত পৃথিবীর অন্যতম স্মৃতিস্তম্ভ তাজমহলের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ভারতের বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া জানায়, রাজস্থানে কমপক্ষে ২৭ জন নিহত এবং শতাধিক আহত হয়েছে। বাড়িঘর ভেঙে এবং বজ্রপাতের আঘাতেই বেশিরভাগের মৃত্যু হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত