প্রথমবারের মতো কাতার সেনাবাহিনীতে নারী সৈনিক নিয়োগ

প্রকাশ : ০৮ এপ্রিল ২০১৮, ১৪:৫৮

জাগরণীয়া ডেস্ক

প্রথমবারের মতো সেনাবাহিনীতে সৈনিক পদে নারীদের নিয়োগ দিচ্ছে কাতার। মধ্যপ্রাচ্যের দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এক খবরে এ তথ্য জানিয়েছে। 

খবরে বলা হয়, দেশটির নতুন সেনা আইন অনুযায়ী, ১৮ বছরের বেশি বয়সী যেকোন কাতার বংশদ্ভুত নারী সেনাবাহিনীতে স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দিতে পারবেন। 

পূর্বে কাতারের সেনাবাহিনীতে প্রশাসনিক পদে নারীরা থাকলেও সৈনিক পদে এই প্রথমবার নারীদের নিয়োগ দিচ্ছে কাতার। তবে সেনাবাহিনীতে নতুন স্বেচ্ছাসেবীদের ভূমিকা কী হবে সেটি প্রাথমিকভাবে জানা যায়নি।

এদিকে, ১৮ থেকে ৩৫ বছর বয়সী পুরুষদের জন্য তিন মাসের পরিবর্তে এক বছর সেনাবাহিনীতে কাজ করা বাধ্যতামূলক করা হয়েছে। 

কাতার নিউজ এজেন্সি জানিয়েছে, নতুন আইন অনুযায়ী একটি ন্যাশনাল সার্ভিস একাডেমি প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছে। আর ১৮ বছর বয়স হওয়ার ৬০ দিনের মধ্যে পুরুষদের অবশ্যই সেনাবাহিনীর জন্য আবেদন করতে হবে।

উল্লেখ্য, ২০১৩ সাল থেকেই কাতারে পুরুষদের সেনাবাহিনীতে প্রবেশের ব্যাপারে নিয়ম করা হয়। সেনাবাহিনীতে যোগ দিতে অস্বীকৃতি জানালে সর্বোচ্চ তিন বছরের জেল ও ৫০ হাজার কাতারি রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত