মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত হতে পারেন সু চি

প্রকাশ | ১৭ ফেব্রুয়ারি ২০১৮, ২২:০০ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:৩৯

অনলাইন ডেস্ক

মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের মানবাধিকারবিষয়ক বিশেষ দূত ইয়াংহি লি বলেছেন, রাখাইনে রোহিঙ্গা নিপীড়নের ঘটনায় মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত হতে পারেন মিয়ানমারের নেত্রী অং সান সু চি।

রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানোর সব আলামত এমনটাই ইঙ্গিত দিচ্ছে বলে জানান ইয়াংহি লি।

১৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) যুক্তরাজ্যভিত্তিক টেলিভিশন চ্যানেল ফোরকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন লি। তিনি বলেন, ওই নিপীড়নে জড়িত থাকা কিংবা কোনো ভূমিকা না রাখার পুরোটা দায় সু চির।

সাক্ষাৎকারে লি আরো দাবি করেন, পরিকল্পিত গণহত্যার তদন্ত করতে গেলে তাঁকে একাধিকবার মৃত্যুর হুমকি দেওয়া হয়েছিল। রোহিঙ্গাদের জাতিগত পরিচয় মুছে ফেলার অংশ হিসেবে সেখানে গণহত্যা চালানো হয় বলে জানান তিনি।

বিশেষ দূত আরো বলেন, কাউকে গণহত্যায় অভিযুক্ত করতে হলে আইনগত প্রক্রিয়া অনুসরণ করতে হয়। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ থেকে নিরাপদ রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয় বলেও মনে করেন তিনি।

বর্তমানে দেশটিতে প্রবেশে ইয়াংহি লির ওপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে মিয়ানমার।

সূত্র: বিবিসি