যৌন কেলেঙ্কারি: অক্সফামের উপপ্রধান নির্বাহীর পদত্যাগ

প্রকাশ | ১৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৫৬ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:০৪

অনলাইন ডেস্ক

কর্মীদের যৌন কেলেঙ্কারির ঘটনায় পর্যাপ্ত ব্যবস্থা নিতে ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগ করেছেন ব্রিটিশ দাতব্য সংস্থা অক্সফামের উপপ্রধান নির্বাহী কর্মকর্তা পেনি লরেন্স।

পেনি লরেন্স বলেছেন, তিনি এ ঘটনায় অত্যন্ত লজ্জিত এবং এর পূর্ণ দায় নিচ্ছেন।

বিবিসি জানায়, এক সময়ের হাইতির অক্সফামের কান্ট্রি ডিরেক্টরের যৌন কেলেঙ্কারি গোপন রেখেছে এবং তা অন্যান্য সংস্থাকে সতর্ক করেনি। এর ফলে, অভিযুক্ত ওই কর্মকর্তা বাংলাদেশে একটি সংস্থার প্রধান হিসেবে কাজ করতে পেরেছেন।

জানা যায়, ভূমিকম্পবিধ্বস্ত হাইতিতে দায়িত্ব পালনকালে যৌনকর্মী ভাড়া করেছিলেন ওই কর্মকর্তা। রোনাল্ড ভন হওয়ারমেরিন নামের ওই কর্মকর্তা এ অভিযোগ স্বীকার করেন। ফলে সংস্থাটির কান্ট্রি ডিরেক্টরের পদ ছাড়তে বাধ্য হন তিনি। পরে ২০১২-১৪ মেয়াদে অ্যাকশন এগেইনস্ট হাঙ্গার এর বাংলাদেশ মিশনের প্রধান ছিলেন তিনি। অক্সফাম হাইতিতে তাদের কর্মীদের ওই কেলেঙ্কারি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে বলে ব্রিটিশ দৈনিক টাইমসের অনুসন্ধানে উঠে এসেছে।

অ্যাকশন এগেইনস্ট হাঙ্গার বলছে, ভন হওয়ারমেরিনকে নিয়োগ দেওয়ার আগে তারা তার সম্পর্কে খোঁজখবর নিয়েছিলেন। অক্সফাম তার অনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক করেনি।

অপরদিকে, কর্মীদের বিরুদ্ধে যৌনকর্মী ভাড়া করা, পর্নোগ্রাফি ডাউনলোড, নিপীড়ন ও ভয় দেখিয়ে ইচ্ছেমতো কাজ করতে বাধ্য করার অভিযোগের অভ্যন্তরীণ তদন্ত করে অক্সফাম। পরে ভন হওয়ারমেরিনসহ সাতজন সংস্থাটির চাকরি হারান।