বোমা উদ্ধার, লন্ডন সিটি এয়ারপোর্ট বন্ধ ঘোষণা

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:০৫

জাগরণীয়া ডেস্ক

১২ ফেব্রুয়ারি (সোমবার) লন্ডন সিটি এয়ারপোর্ট সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। দ্বিতীয় মহাযুদ্ধকালের একটি শক্তিশালী অবিস্ফোরিত বোমা উদ্ধারের ঘটনায় এ ঘোষণা দেয়া হয়।

সংবাদ মাধ্যমগুলো লন্ডন সিটি এয়ারপোর্টের বরাত দিয়ে জানিয়েছে, ১১ ফেব্রুয়ারি (রবিবার) স্থানীয় সময় ভোর ৫ টায় পূর্ব পরিকল্পিত সংস্কার কাজ চলার সময় টেমস নদীর জর্জ ভি ডকে বিশালাকারের একটি অবিস্ফোরিত বোমা রয়াল নেভীর লোকজনের নজরে আসে। এরপরই বিমানবন্দর ও তার আশেপাশের এলাকায় সতর্কতা জারি করা হয়। লন্ডন মেট্রোপলিটন পুলিশের বোমা বিশেষজ্ঞ ও রয়াল নেভী যৌথভাবে বোমা অপসারণ ও নিষ্ক্রিয় করার কাজ করছেন।

এরই মধ্যে বিমানবন্দরের যাত্রীদের বিকল্প ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট এয়ারলাইনসে যোগাযোগ করতে বলা হয়েছে। বিমানবন্দরের আশেপাশের সব সড়ক বন্ধ রয়েছে, পথচারীদের বাইপাস সড়ক ব্যবহারের জন্য বলা হয়েছে। সরিয়ে নেয়া হয়েছে কয়েকশ মিটার এলাকা জুড়ে থাকা আবাসিক এলাকার লোকজনদেরও।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত