মালদ্বীপে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৩০

জাগরণীয়া ডেস্ক

মালদ্বীপে জরুরি অবস্থা জারির পর দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বাংলাদেশি দূতাবাস।

৫ ফেব্রুয়ারি (সোমবার) সর্বোচ্চ আদালতের সঙ্গে মুখোমুখি অবস্থানের জেরে চলমান উত্তেজনার মাঝে জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিন।

এ অবস্থায় যে কোনো সহযোগিতায় সাহায্যের জন্য দূতাবাস হটলাইন +৯৬০৩৩২০৮৫৯-এ যোগাযোগ করার জন্য বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রয়োজনীয় কাজ ছাড়া বাংলাদেশিদের বাইরে বের না হওয়ার পরমার্শ দিয়ে কোনওরকম মিছিল, মিটিং বা সমাবেশে অংশগ্রহণ না করার জন্য অনুরোধ করা হয়। এছাড়া যে কোনও প্রয়োজনে দূতাবাসের হটলাইনে (৯৬০-৩৩২০৮৫৯) যোগাযোগ করতে বলা হয়েছে।

প্রসঙ্গত, আগামী ১৫ দিনের জন্য মালদ্বীপে জরুরি অবস্থা জারি করেন দেশটির প্রেসিডেন্ট আব্দুল্লা ইয়ামিন। রাষ্ট্রীয় টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রেসিডেন্টের সহযোগী ও আইনবিষয়ক মন্ত্রী আজিমা সাকুর জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছেন।

তিনি বলেন, সরকার বিশ্বাস করে না যে, রাজবন্দিদের মুক্তি দিতে সুপ্রিমকোর্টের আদেশ বাস্তবায়ন করতে হবে। এদিকে জরুরি অবস্থা জারির পর ৫ ফেব্রুয়ারি (সোমবার) রাতে মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মামুন আব্দুল গাইয়ুমকে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত