সিরিয়ায় বিমান হামলা, নিহত ২৩

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:২৯

জাগরণীয়া ডেস্ক

সিরিয়ার রাজধানী দামেস্কের বিদ্রোহী-নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকায় সরকারি বাহিনীর হামলায় ২৩ জনের ও বেশি বেসামরিক লোক নিহত হয়েছেন। এতে আরও ৭০ জন আহত হয়েছেন।

যুক্তরাজ্যভিত্তিক সিরীয় অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটস এক তথ্য জানিয়েছে, ৫ ফেব্রুয়ারি (সোমবার) রাজধানীর উপকণ্ঠে ইস্টার্ন গোউতা শহরে এই বিমান হামলা চালানো হয়েছে।

সিরীয় বাহিনী ও তাদের রুশ মিত্ররা বিমান হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে।

বেইত সাওয়া শহরের বাজারে বিমান হামলায় দুই শিশুসহ ৯ বেসামরিক লোক নিহত হন। এ ছাড়া আল-হাজ্জায় এক শিশুসহ ছয় বেসামরিক লোক নিহত হয়েছেন বলে জানিয়েছে এএফপি।

সিরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত গণমাধ্যম জানিয়েছে, দামেস্কে সরকারের দখলে থাকা ওল্ড সিটিতে গোলাবর্ষণে এক নারী নিহত হন ও তিন বেসামরিক লোক আহত হয়েছেন।

জানা যায়, মানবাধিকার গোষ্ঠীগুলো চার লাখ অধিবাসীর শহরটিতে খাদ্য ও চিকিৎসাসামগ্রী পৌঁছাতে হিমশিম খাচ্ছে। অপরদিকে, স্থানীয় হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা নেই বললেই চলে। খাদ্যাভাবে স্থানীয়দের মধ্যে মারাত্মক পুষ্টিহীনতা দেখা দিয়েছে।

সূত্র: আলজাজিরা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত