১৭৫ বছরের কারাদণ্ড

দেড় শতাধিক নারীর যৌননিপীড়ক অলিম্পিকের চিকিৎসক!

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০১৮, ২০:১১

জাগরণীয়া ডেস্ক

অলিম্পিকের সাবেক এক চিকিৎসক যুক্তরাষ্ট্রের ১৫৬ জন নারী ক্রীড়াবিদকে যৌন নিপীড়ন করেছেন। যৌননিপীড়ক এই চিকিৎসকের নাম ল্যারি নাসার। ২৪ জানুয়ারি (বুধবার) মিশিগানের একটি আদালত ল্যারি নাসারকে ১৭৫ বছরের কারাদণ্ড দিয়েছেন বলে জানা গেছে।

ল্যারি নাসার (৫৪) ১৯৮৬ সালে যুক্তরাষ্ট্রের জাতীয় জিমন্যাস্টিকস দলের চিকিৎসাকর্মকর্তা হিসেবে যোগ দেন। ১৯৯৭ সালে তিনি মিশিগান স্টেট ইউনিভার্সিটির চিকিৎসাদলের সদস্য হিসেবে কাজ শুরু করেন। ক্রীড়াবিদদের চিকিৎসার জন্য সুখ্যাতি ছিল ল্যারির। 

জিমন্যাস্ট জেডে কাপুয়া অসুস্থ হয়ে ল্যারির কাছে যান। কিন্তু তিনি ওই চিকিৎসকের দ্বারা যৌননিপীড়নের শিকার হন।  তার মতো আরও অনেকেই ল্যারির দ্বারা যৌননিপীড়নের শিকার হওয়ার কথা জানিয়েছেন।

জিমন্যাস্ট রাচেল ডেনহলান্ডার বলেন, ‘ল্যারি ভয়ংকর ধরনের যৌননিপীড়ক। তিনি খুব ঠান্ডা মাথায় যৌননিপীড়ন করতেন।’

ল্যারির কাছে অল্প বয়সী ক্রীড়াবিদেরা বেশি যৌননিপীড়নের শিকার হয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রীড়াবিদ জানান, তিনি ছয় বছর বয়সে প্রথম ল্যারির দ্বারা যৌননিপীড়নের শিকার হন। ল্যারির কাছে যৌননিপীড়নের শিকার ক্রীড়াবিদদের বেশির ভাগই জিমন্যাস্ট। এই তালিকায় দৌড়বিদ, ফুটবল ও ভলিবল খেলোয়াড়, সাঁতারু ও ফিগার স্কেটারও আছেন।

সূত্র: নিউইয়র্ক টাইমস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত