মুম্বাইয়ে রেস্তোরাঁয় অগ্নিকাণ্ড, নিহত ১৪ (ভিডিও)

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০১৭, ১৫:৫৪

জাগরণীয়া ডেস্ক

ভারতের মুম্বাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১২ জনই নারী। এঘটনায় আরও ১২ জন আহত হন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। 

২৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) রাতে লোয়ার প্যারেল এলাকার কমলা মিলস নামে ওই বাণিজ্যিক ভবনে একটি রেস্তোরাঁ থেকে আগুনের সূত্রপাত বলে ভারতের সংবাদ মাধ্যম জানিয়েছেন।

আহতদের সিয়ন এলাকার কিং এডওয়ার্ড মেমোরিয়াল ও লোকমান্য তিলক মিউনিসিপ্যাল জেনারেল হাসপাতালে ভর্তি করা  হয়েছে বলে জানা যায়।  

টাইমস অব ইন্ডিয়াসহ কয়েকটি সংবাদ মাধ্যমে নিহতের সংখ্যা ১৪ জানালেও এনডিটিভি বলেছে, এই সংখ্যা ১৫।

এনটিভির প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে ১২ জন নারী এবং তাদের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। আগুন  নেভাতে দমকল বাহিনী কাজ করছে। সকাল নাগাদ তা নিয়ন্ত্রণে আনার কথা জানিয়েছেন বাহিনীর কর্মকর্তারা।  

চারতলা ওই ভবনে বিভিন্ন বহুজাতিক সংস্থা ও গণমাধ্যমের কার্যালয় রয়েছে।

বলা হচ্ছে, ভবনের তৃতীয় তলায় থাকা মোজো লাউঞ্জ নামে রেস্তোরাঁ থেকে আগুনের সূত্রপাত হয়।

গণমাধ্যমের প্রতিবেদনে আরও বলা হয়, নিহতদের বেশিরভাগ ওই রেস্তোরাঁয় একটি জন্মদিনের অনুষ্ঠানে এসেছিলেন। ধোঁয়ায় দম আটকে তাদের মৃত্যু হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত