যাত্রীদের খাবার খাওয়ায় বিমানবালার চাকুরীচ্যুতি

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০১৭, ১৬:০৭

জাগরণীয়া ডেস্ক

চুরি করে যাত্রীদের খাবার খাওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর চাকুরী হারিয়েছেন চীনের উরুমকি এয়ারলাইনসের এক বিমানবালা।

বিমানের সহকর্মীর করা এই ভিডিওতে দেখা যায়, নাম না জানা ঐ বিমানবালা তার সামনে সারি করে রাখা খাবার চামচ দিয়ে টেস্ট করে যাচ্ছেন। চায়নার জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম "ওয়েবু" তে এ ভিডিওটি নিয়ে সমালোচনার ঝড় বয়ে যায়। অনেকেই পোস্ট  দিয়ে ঐ বিমানবালার চাকুরীচ্যুতিসহ নানা ধরণের শাস্তির ব্যাপারে মন্তব্য করে পোস্ট দেন।

উরুমকি এয়ারলাইনস সংশ্লিষ্ট কোম্পানি এই ভিডিওর ব্যাপারে মন্তব্য করে জানান, ভিডিওতে প্রকাশিত "ফ্লাইট-মিল"গুলো মূলত অতিরিক্ত খাবার, যা কোনভাবেই যাত্রীদের দেয়া হয়নি। যদিও ঐ বিমানবালার উচিত ছিল, ঐ খাবারগুলোকে ফেলে দেয়া। খাবার ফেলে না দিয়ে তা টেস্ট করাটা প্রটোকল বিরুদ্ধ।"

এ ঘটনায় দুঃখ প্রকাশ করে যাত্রীদের ক্ষমা চেয়েছে উরুমকি এয়ারলাইনস। একই সাথে এ বিষয়ে যথাযথ তদন্তের আশ্বাস দিয়েছে উরুমকি এয়ারলাইনস। 

উল্লেখ্য, ভিডিও ক্লিপটি থেকে জানা যায়, ওই ফ্লাইটটি চায়নার উত্তর-পশ্চিমে ইঞ্চুয়ান শহরে নামার ৪৫ মিনিট পূর্বে ধারণ করা হয়।

দ্য মিরর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত