ভেনেজুয়েলায় নির্বাচনে বিরোধী দলের উপর নিষেধাজ্ঞা

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০১৭, ১৫:৩২

জাগরণীয়া ডেস্ক

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দেশটির নির্বাচনে প্রধান বিরোধী দলের অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। 

স্থানীয় সময় ১১ ডিসেম্বর (সোমবার) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

বিবিসির ওই প্রতিবেদন বলা হয়, আগামী বছর প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির প্রধান বিরোধী দল অংশ নিতে পারবে না। তবে যেসব দল ১০ ডিসেম্বর (রবিবার) অনুষ্ঠিত মেয়র নির্বাচনে অংশ নিয়েছে, তারা পরের বছর প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিযোগিতা করতে পারবে বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট।

১০ ডিসেম্বর (রবিবার) ভেনেজুয়েলার ৩০০টির বেশি নগরীতে মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে অংশ নেয়নি দেশটির শক্তিশালী তিনটি বিরোধী দল।

ভোট গ্রহণের পর এক বক্তৃতায় প্রেসিডেন্ট মাদুরো বলেন, রাজনৈতিক ম্যাপ থেকে বিরোধী দল অদৃশ্য হয়ে গেছে। যে দল আজকের নির্বাচনে অংশ নেয়নি, নির্বাচন বয়কট করেছে, তারা আর কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না।

গত অক্টোবরে দেশটির অন্যতম শক্তিশালী তিনটি রাজনৈতিক দল জাস্টিস ফার্স্ট, পপুলার উইল ও ডেমোক্রেটিক অ্যাকশন পার্টি ডিসেম্বরের মেয়র নির্বাচন বয়কট ঘোষণা করেছিল। যে কারণেই তারা ১০ ডিসেম্বর (রবিবার) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেনি।

দলগুলোর অভিযোগ, প্রেসিডেন্ট মাদুরোর সরকারের নির্বাচন পদ্ধতি নিরপেক্ষ নয়। তাছাড়া মাদুরো একনায়কতন্ত্র কায়েম করছেন বলেও অভিযোগ তাদের।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত