ইথিওপিয়ার মেয়েদের আশার আলো 'টিবেব গার্লস'

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০১৭, ২৩:৪৪

জাগরণীয়া ডেস্ক

ইথিওপিয়ায় কমবয়সি মেয়েদের জন্য একটি কমিক সিরিয়াল তৈরি করে পরিবর্তন আনার চেষ্টা করছেন ব্রুকটাউইট টিগাবু। যিনি পেশায় একজন নার্স তথা সমাজ সংস্কারক এবং টেলিভিশন প্রযোজক।

সিরিয়ালটিতে দেখানো হয়েছে তিনজন অতি বুদ্ধিমতী কিশোরী মেয়েদের সমানাধিকারের জন্য লড়াই করছে৷ আমহারিক ভাষায় টিবেব কথাটির অর্থ হল জ্ঞান বা বিজ্ঞতা৷ আদ্দিস আবাবার বিভিন্ন স্কুলের ছাত্রীদের "টিবেব গার্লস" কমিক সিরিজের প্রথম এপিসোডটি দেখানো হচ্ছে৷

কমিকের স্রষ্টা টিগাবু জানান, ইথিওপিয়ার প্রতি পাঁচটি মেয়ের মধ্যে একজনের ১৫ বছর বয়স হবার আগেই বিয়ে হয়ে যায়। তাদের অধিকাংশই আর কখনো স্কুলে ফিরে আসে না৷  ফলে তারা জীবনে সফল হবার সুযোগ থেকে বঞ্চিত হয়৷

তিনি আরো বলেন, আমি এতো বড় সমস্যাটার সমাধান করব কী করে? স্বভাবতই আমি সর্বত্র কিন্ডারগার্টেন তৈরি করতে পারি না; কাজেই আমি ভাবতে শুরু করলাম-কীভাবে আমি আমার দেশের লক্ষ লক্ষ ছেলেমেয়েদের কম খরচে উচ্চমানের শিক্ষা দিতে পারি৷

প্রোগ্রামটির উদ্ভাবকরা চান যে, ছোট ছোট মেয়েরা সিরিয়ালটির মধ্যে নিজেদের আশা-আকাঙ্ক্ষা-বেদনাকে খুঁজে পাক এটাই আমরা চাই৷ কাজেই পাইলট এপিসোডগুলি প্রথমে স্থানীয় স্কুলগুলিতে দেখিয়ে যাচাই করা হয়। সেখানে দেখা যায় অনেক মেয়ে কাঁদছে, কেননা তারা জানে সিরিয়ালের মেয়েটি কী কষ্ট সহ্য করেছে৷ আর তারা সেটা জানে বলেই, তার সঙ্গে একাত্ম বোধ করে৷ 

সিরিয়াল দেখার পর মেয়েদের লিখে রাখতে হয়, তাদের কী ভালো লেগেছে অথবা লাগেনি। কীভাবে এগোলে গল্পটা তাদের ভালো লাগবে৷ ১২ বছর বয়সের এডলাউইট বলেন, আমার খুব ভালো লেগেছে, কেননা সিরিয়ালটা মেয়েদের সমস্যা নিয়ে৷ আমি এরকম আগে কখনো দেখিনি৷

টিগাবু ইতিমধ্যেই তিনটি সফল রেডিও ও টেলিভিশন সিরিজ প্রযোজনা করেছেন। এগুলো ইথিওপিয়া জুড়ে ছেলেমেয়েদের জ্ঞান বাড়িয়েছে, কিন্তু সেই সঙ্গে মজাও দিয়েছে৷

এ বিষয়ে টিগাবু বলেন, "আমরা শিশু বিবাহ নিষেধের মতো কড়া বিষয় দিয়ে শুরু করেছি বটে-কিন্তু কার্টুনের একটা আশ্চর্য ক্ষমতা আছে৷ কার্টুন বলে, মানুষ তা দূর থেকে দেখতে পারে, তা নিয়ে স্বচ্ছন্দে কথা বলতে পারে-আর সেটাই আমরা চাই৷ বিষয়টি নিয়ে কথা বলা হল পরিবর্তনের প্রথম পদক্ষেপ৷"

তবে তিনি স্বীকার করলেন যে, মাঝেমধ্যে আমি হতাশ হয়ে পড়ি৷ এটুকু করতে আমার দশ বছর লাগা উচিত হয়নি, আমার আরো বেশি শিশুর কাছে পৌঁছানো উচিৎ ছিল, এতোদিনে আমার গোটা পূর্ব আফ্রিকা ছেয়ে ফেলা উচিত ছিল। এতো দেরি হয়ে যাওয়ার কারণ মূলত আমলাতন্ত্র, পৃষ্ঠপোষকতার অভাব, দৈনন্দিন নানা বাধাবিপত্তি৷ 

তিনি আরো বলেন, সরকারের নীতি আমাদের সাহায্য করে না, ফলে আমাদের ভেবেচিন্তে বিনিয়োগ করতে হয়৷ আমাদের সামর্থ্য কম, কিন্তু কর্তব্য অনেক৷ কিন্তু "টিবেব গার্লস" এর পেছনে যে দলটি রয়েছে, তার সদস্যরা সাহসী ও অনুপ্রাণিত৷ টিভি সম্প্রচারকদের সঙ্গে আলাপ-আলোচনা চলেছে৷

টিগাবু আশা করেন, "টিবেব গার্লস" আরেকটি সফল সিরিজ হয়ে সামাজিক বাধানিষেধকে চ্যালেঞ্জ করবে৷

সূত্রঃ ডয়েচেভেলে 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত