বেদুইনদের একটি গ্রাম ১১৯ বার ধ্বংস করল ইসরায়েল

প্রকাশ : ০৪ অক্টোবর ২০১৭, ১৩:৩১

জাগরণীয়া ডেস্ক

বেদুইন আবরদের একটি যাযাবর জাতি। ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় নেজেভ এলাকায় আল-আরাকিব নামে বেদুইনদের একটি গ্রামে রয়েছে। আর এ গ্রামটিকে ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর সদস্যরা ১১৯ বার ধ্বংস করেছে।

স্থানীয় সময় ৩ অক্টোবর (মঙ্গলবার) সকাল সোয়া ৭টায় সর্বশেষ গ্রামটি গুঁড়িয়ে দেয় ইসরায়েলের সশস্ত্র বাহিনী ও দাঙ্গা পুলিশ সদস্যরা।

ওই গ্রামের মোড়ল সিয়াহ আল-তৌরি আলজাজিরাকে বলেন, তারা প্রতিটি দালান, বাড়ি গুঁড়িয়ে দিয়েছে, সবকিছু ধ্বংস করেছে। গ্রামটিতে ২২০ জনের মতো মানুষের বসবাস ছিল। 

২০১০ সালের ২৭ জুলাই প্রথমবার গ্রামটি গুঁড়িয়ে দেয় ইসরায়েলি বাহিনী। এরপর থেকে বিভিন্ন সময়ে স্থানীয় মানবাধিকারকর্মীদের সহায়তায় বাস্তুচ্যুত বাসিন্দারা আবার ঘরবাড়ি তুলেছেন।

আল-তৌরি বলেন, ‘রাষ্ট্রের বর্ণবাদী ও সন্ত্রাসী নীতির কারণে আমরা এখন অস্থায়ী বাড়িতে বসবাস করছি। তারা (ইসরায়েলি বাহিনী) জোর করে আমাদের সরিয়ে দিতে চায় এবং স্বীকার করতে চায় না যে আমরা রাষ্ট্রের নাগরিক। তারা আমাদের স্বীকৃতি দেয় না। যদি তা-ই হতো, তাহলে আমাদের প্রাপ্য অধিকার দিত।’

তিনি বলেন, অনুমতি না নিয়ে স্থাপনা নির্মাণের অভিযোগে নেজেভে প্রায়ই উচ্ছেদ অভিযান চালায় ইসরায়েলের আইনশৃঙ্খলা বাহিনী। 

দক্ষিণ ইসরায়েলে বেদুইনদের ‘অননুমোদিত’ ৪০টি গ্রামের একটি আল-আরাকিব।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত