ফতোয়া দিতে পারবেন সৌদি নারীরা

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৪৮

জাগরণীয়া ডেস্ক

সৌদি আরবে এখন থেকে নারীরাও ফতোয়া জারি করতে পারবে বলে সিদ্ধান্ত নিয়েছে দেশটির শুরা কাউন্সিল। শুরা কাউন্সিলে বিপুল ভোটে নারীদের ফতোয়া জারির অধিকারের পক্ষে সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্লেষকরা সৌদি আরবের এসব সিদ্ধান্তে সুদূরপ্রসারী পরিবর্তনের ইঙ্গিত দেখছেন।

গত মঙ্গলবার সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এক ফরমান জারির মাধ্যমে গাড়ি চালানোর ক্ষেত্রে নারীদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেন। ২০১৮ সালের জুন মাস থেকে এই আদেশ বাস্তবায়ন করা হবে।

তেলের দাম পড়ে যাওয়ায় সৌদি আরব এখন বিরাট অর্থনৈতিক এবং রাজনৈতিক সংকেটর মুখে পড়েছে।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এখন নান ধরণের সংস্কারের মাধ্যমে তার দেশকে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেয়ার চেষ্টা করছেন।

শুরা কাউন্সিলে নারীদের ফতোয়া জারির অধিকার প্রদানকে সেই লক্ষ্যেই আরেকটি পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। তবে শুরা কাউন্সিলের এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হলে সৌদি বাদশাহকে একটি রাজকীয় ফরমান জারির মাধ্যমে নরী মুফতির পদ তৈরি করতে হবে।

সৌদি আরবের যে কট্টর রক্ষণশীল ভাবমূর্তি, এসব সিদ্ধান্তের ফলে সেই ভাবমূর্তি অনেকখানি কাটিয়ে তোলা যাবে বলে মনে করা হচ্ছে।

সৌদি সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানায় যুক্তরাষ্ট্র। এই পদক্ষেপকে তারা মহৎ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত