রোহিঙ্গাদের ওপর সেনা অভিযান বন্ধ করুন: গুতেরেস

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৫০

জাগরণীয়া ডেস্ক

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর সেনা অভিযান বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। 

নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘ সাধারণ অধিবেশনের শুরুতে তিনি এ আহ্বান জানান। 

গুতেরেস বলেন, মিয়ানমারের নেত্রী অং সান সু চি তাঁর ভাষণে কফি আনান কমিশনের সুপারিশ মেনে চলার যে অঙ্গীকার করেছেন সেটার তিনি নোট রেখেছেন। জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান রোহিঙ্গাদের নাগরিকত্ব দেওয়ার সুপারিশ করেছেন।

গুতেরেস আরো বলেন, ‘স্পষ্ট করে বলছি, মিয়ানমারের কর্তৃপক্ষকে অবশ্যই সামরিক অভিযান বন্ধ করতে হবে এবং মানবিক সহায়তা পৌঁছানোর জন্য অনুমতি দিতে হবে।’

রাখাইন রাজ্য থেকে চার থেকে পাঁচ লাখ রোহিঙ্গা দেশ ছেড়ে পালিয়েছে। তারা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

গুতেরেসের বক্তৃতার কয়েক ঘণ্টা আগেই সু চি জাতির উদ্দেশে ভাষণ দেন। এতে তিনি বলেন, হামলার জবাবে পরিচালিত সেনাবাহিনীর অভিযান গত ৫ সেপ্টেম্বর শেষ হয়েছে। রাখাইন রাজ্যে ঘরবাড়িতে আগুন দেওয়ার বিষয়টি তিনি অস্বীকার করেন।

সাধারণ অধিবেশনে যোগদানকারী বিশ্বনেতাদের উদ্দেশে গুতেরেস বলেন, ‘মিয়ানমারের রাখাইন রাজ্যে গোষ্ঠীগত উত্তেজনা নাটনীয়ভাবে বেড়ে যাওয়ার আমরা উদ্বিগ্ন।’

এর আগে এক সাক্ষাৎকারে গুতেরেস বলেন, সহিংসতা বন্ধ এবং এ বিষয় কথা বলার সু চির এটাই শেষ সুযোগ।

মিয়ানমারের দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট হেনরি ভন থিও জাতিসংঘে কথা বলবেন। সু চি বিশ্বনেতাদের এ অনুষ্ঠানে যোগ দেবেন না বলে আগেই জানিয়ে দিয়েছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত