চিকিৎসকের বিরুদ্ধে ৫৪ জনকে যৌন হয়রানির অভিযোগ

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৪৪

জাগরণীয়া ডেস্ক

শিশুসহ ৫৪ জনকে ১১৮ বার নানাভাবে যৌন হয়রানি করেছেন বলে যুক্তরাজ্যে মনীশ শাহ নামের এক চিকিৎসক এর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। লন্ডনের পূর্বাঞ্চলীয় শহর হ্যাভেরিংয়ের একটি চিকিৎসাকেন্দ্রে ২০০৪ থেকে ২০১৩ সালের মধ্যে এসব যৌন হয়রানির ঘটনা ঘটে।

ডা. মনীশ শাহ একজন পরিবার পরিকল্পনা বিশেষজ্ঞ। তিনি লন্ডনের সেন্ট বার্থোলোমিউ হাসপাতালে প্রশিক্ষণ নেন। ১৯৯৩ সালে তিনি পাশ করেন। ২০১৩ সালের জুলাই ও আগস্টে কয়েক জন ব্যক্তি পুলিশের কাছে যৌন হয়রানির অভিযোগ দেওয়ার পর ওই চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত শুরু হয়।  

বিবিসির খবরে বলা হয়, আগামী ২৭ সেপ্টেম্বর ওই চিকিৎসকের আদালতে হাজিরা দেওয়ার কথা রয়েছে। তার বিরুদ্ধে দায়ের করা মামলায় শর্তসাপেক্ষে তাকে জামিন দিয়েছেন দেশটির একটি আদালত।  জামিনের শর্তের মধ্যে রয়েছে তিনি অস্ত্রোপচারে অংশ নিতে পারবেন না। ওই চিকিৎসাকেন্দ্রের বর্তমান ও সাবেক কর্মকর্তা-কর্মচারী, রোগীদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন না। পাশাপাশি তিনি জাতীয় স্বাস্থ্যসেবার (এনএইচএস) চিকিৎসা সংক্রান্ত কোনো নথিপত্র দেখতে পারবেন না। এ ছাড়া চিকিৎসা সেবা দেওয়া থেকেও তাকে বিরত থাকতে হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত