পালালেন ইংলাক

প্রকাশ : ২৬ আগস্ট ২০১৭, ১৫:৩৬

জাগরণীয়া ডেস্ক

থাইল্যান্ডের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা পালিয়েছেন ২৫ আগস্ট (শুক্রবার) এমনই এক খবর ফাঁস হয়। তবে কোথায় গিয়েছেন সেটা জানা যানা যায়নি।

২৬ আগস্ট (শনিবার) রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, পালিয়ে দুবাই গেছেন ইংলাক সিনাওয়াত্রা। তার দলের জ্যৈষ্ঠ এক সদস্য এ তথ্য দিয়েছেন।

চালে ভর্তুকি কর্মসূচিতে অবহেলার মামলার রায় সামনে রেখেই ইংলাক পালিয়েছেন। রায়ে ইংলাককে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হতে পারে। আজীবনের জন্য রাজনীতিতে নিষিদ্ধও হতে পারেন।

২৫ আগস্ট (শুক্রবার) ওই মামলার রায় হওয়ার কথা ছিল। ইংলাক আদালতে উপস্থিত না হওয়ায় ২৭ সেপ্টেম্বর রায়ের নতুন তারিখ ধার্য করেন আদালত। ইতোমধ্যে খবর বের হয় ইংলাক দেশ ছেড়ে পালিয়ে গেছেন।

প্রসঙ্গত, ২০১৪ সালের ২২ মে সেনাবাহিনী ক্ষমতা দখল করার মাত্র কয়েক দিন আগে আদালতের এক বিতর্কিত আদেশে ক্ষমতাচ্যুত হন থাইল্যান্ডের প্রথম নারী প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা। ২০১১ সালে তিনি দেশটির প্রধানমন্ত্রী হন। ইংলাক স্বেচ্ছা-নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার বোন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত