কানাডার নতুন গভর্নর জেনারেল জুলি পেয়েট

প্রকাশ | ১৩ আগস্ট ২০১৭, ১৬:৩৩

অনলাইন ডেস্ক

সাবেক মহাকাশচারী জুলি পেয়েট কানাডার পরবর্তী গভর্নর জেনারেল হিসেবে নির্বাচিত হয়েছেন। ৫৩ বছর বয়সী জুলি হবেন রানীর ২৯তম প্রতিনিধি এবং চতুর্থতম নারী গভর্নর জেনারেল। সম্প্রতি প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তাঁর নাম ঘোষণা করেন। বর্তমান গভর্নর জেনারেল ডেভিড জনস্টোনের মেয়াদ সেপ্টেম্বরে শেষ হলে জুলি তাঁর স্থলাভিষিক্ত হবেন।

জুলি পেয়েট প্রথম কানাডিয়ান নারী যিনি ১৯৯৯ সালে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে আরোহণ করেন এবং ২০০৯ সালে দ্বিতীয়বার মহাকাশে যান।

জুলি সম্পর্কে জাস্টিন ট্রুডো বলেন, কানাডা স্পেস এজেন্সিতে কর্মরত থাকার সুবাদে জুলির রয়েছে কর্পোরেট, সরকারি এবং সামরিক কাজের অভিজ্ঞতা। যা তার গভর্নর জেনারেল পদের জন্য সহায়ক ভূমিকা পালন করতে পারে। কারণ, পদাধিকার বলে গভর্নর জেনারেল কানাডার সামরিক বাহিনীর কমান্ডার ইন চিফ।

উল্লেখ্য, ছয়টি ভাষায় কথা বলায় পারদর্শী, দক্ষ ক্রীড়াবিদ, পিয়ানোবাদক জুলি পেয়েট ২০১১ সালে কানাডিয়ান মহাকাশচারী হিসেবে অর্ডার অফ কানাডা পুরস্কার লাভ করেন।