অক্সিজেনের অভাবে ৪৮ ঘণ্টায় ৩০ শিশুর মৃত্যু

প্রকাশ : ১২ আগস্ট ২০১৭, ২১:৫৪

জাগরণীয়া ডেস্ক

ভারতের উত্তর প্রদেশের গোরখপুরের বিআরডি হাসপাতালে অক্সিজেনের অভাবে ৪৮ ঘণ্টায় ৩০ শিশুর মৃত্যু হয়েছে। তবে রাজ্য সরকার বিষয়টি অস্বীকার করেছে।

স্থানীয় কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদনে এই খবর প্রকাশ করা হয়।

বাবা রাগব দাস মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানায়, বকেয়া পরিশোধ না করায় দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান অক্সিজেন সরবরাহ বন্ধ করে দিলে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। ৩০ শিশুর মধ্যে ২০ জনই ১০ আগস্ট (বৃহস্পতিবার) মারা যায়। এদের মধ্যে ১২ জন মস্তিষ্কজনিত রোগে আক্রান্ত ছিল। ১১ আগস্ট (শুক্রবার) সন্ধ্যায় আরও ১০ জনের মৃত্যু হয়। তবে, হাসপাতাল কর্তৃপক্ষ অক্সিজেনের অভাবে শিশু মারা যাওয়ার ঘটনাটি অস্বীকার করেছে। তাদের দাবি, মস্তিষ্কজনিত রোগে তারা মারা গেছে।

হাসপাতাল সূত্র আরও জানায়, ওই হাসপাতালের কাছে ৬৬ লাখ রুপি পাওনা ছিল অক্সিজেন সরবরাহকারী প্রতিষ্ঠানটির। লিখিতভাবে জানানোর পরেও হাসপাতাল কর্তৃপক্ষ পরিশোধ না করায় তারা অক্সিজেন সরবরাহ বন্ধ করে দেয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত